★★★

লতাপাতায় বানিয়ে পাঁচন;
কবিরাজির এ-ই পাতানো ব্যবসায়
বেশ তো গদাই দিন চলে যায়!
নুনে পানে চিনিও পাথর চুনে;
হাবিজাবি রাবড়ি সহ চীনাবেগুন খেয়ে,
পাতলা বাবু আরো ফটকা অসহায়
- ঝটকা হাসির খটকা ছদ্মবেশ |

আসলে সব ভুঁইফোঁড়ে ভেক;  
পুঁথির পাতায় দু'চার কলি নাচন গুনে,
শব্দসবুজ বর্ণঅবুঝ ছিঁচকে খুনে!
মোতির দিকে দ্যাখে না আর চেয়ে;  
হালের সাথে কালের মুণ্ডে পারদ ঘষে,
সঞ্জীবনীর সাগর নদী উপুড় করে
- তিয়াস মেটায় নকল সাধের বাঁচন ||

আসলে ঠিক চিকিৎসকও নয়;
কোবরেজি এ-ই প্রতিষেধক কায়দায়,
বিভীষিকার বীভৎসক শব ছবি!
কচুঘেঁচু এঁচোড় ঘুঁটা তেতো ভেজাল;
তিত পুঁটি ঝোল ছেঁড়া চুলের চচ্চড়ি,
ঘটী বাটি হামানদিস্তা বস্তা চাটা
- পাটির পাটে চূর্ণ করা খাস্তা রবি' |

শিলনোড়া তে সস্তা আটার গুঁড়ি;  
হদ্দ বোকা গুবরে পোকা শেয়ালকাঁটা,
বিজ্ঞাপনের ন্যাস্ত খেয়াল ব্যাস্ত কবি!
ধন্বন্তরি ব্রত ওরে অতো সহজ নয়;
মনন্তরের ক্ষতে মলম দিতে হয়,
তবেই সাধ্যপ্রকাশ হাতযশে ফের ছবি
- মিথ্যা ঘেরা ভিক্ষাচতুর ঘোর কাটা ||

_______________
||®©আগুন নদী© ২০২৪®||
______________