-∞➤➤➤➤➤➤➤➤∞-
হররোজ এই হয়; মাঝেমাঝে নয়!
সতেজ সজীব প্রাণ চিরতরে গত
সবকিছু ছেড়ে ছুঁড়ে একেবারে
- একদম না ফেরত অজানায়;
মায়াহীন কায়াহীন, আদরের চির ইতি
ঘুমপরীদের দূরদেশে ওরা চলে যায়
- কিছুই না বলে হায়! কোন অভিমানে?
তারা কিছু জানে নাকি; ধরার খোঁজখবর
তাদেরই পথ চেয়ে, প্রিয়জন অনাহারে
প্রতীক্ষার ক্রন্দনে কোন গীত গায়!
আনপথে কতজন, গতস্মৃতি হাতড়ায়
আশ্চর্য আরো বেশি অপূরণীয় ক্ষতি
ফিরে আসে কেউ যারা, তাহাদের ক্ষত
- অমোচনীয় কালির মতো!
হাওয়াই জাহাজের পেটে চেপে একদিন
- বেশুমার এসেছিল আচম্বিত শোক
অদূরে দাঁড়িয়েছিল সোনারঙ এক 'পরী'
বেহুঁশ কান্নার চোটে ভিজেছিল মাটি
অঝোরে ঝরেছে তাই আমারও চোখ!
আবেগে জড়িয়ে ধরে,মমতায় ধরি
-বুকফাটা দুখের ওই গাঢ় কান্নাকাটি।
কফিনের ওরা নাকি;তার কিছু নয়
আমি শুধু তার বাবা! যাই নাই মরি!
-শোনাতেই হবে তারে, প্রিয় রূপকথা।
ডানাভাঙ্গা মৃতপ্রায় করছিল ছটফট
-আহত জননী সেও আসেনি ফিরে!
ভুলে যাওয়া সান্ত্বনা ভাষা অকপট;
বিষানো ব্যথায় যেনো,বিঁধেছিল বাণ।
রাজারাণী পুত্রকন্যা কতকিছু ঘিরে
সাজানো গল্পে বানাই,শুভ্র পরীস্থান!
লাল সাদা তেজীঘোড়া করি বাঙময়
- আমারি বুকেতে পরী ঘুমিয়ে পড়ে;
কতো পরী এইভাবে; শোকাহত হয়
শোনাতে কষ্ট হয়, ঘুমপাড়ানির গান!
-◑◑◑⊕⊕✪©✪⊕⊕◑◑◑-