. --ভিন্নধারা ২(৩০)-- .
--==<><[[|||[[♣]]|||]]><>==--
নৌকাডুবির অনেকদিন পরের ঘটনা বটে
তীরদেশের মানুষজন ভুলে যায় সব;
তিনমোহনায় এইভাবে ডুবে কত নাও!
ঘরমুখো ভালোবাসা ডুবলে সলিলে
গুমোট কান্নার ভিড় খুব ঠেলে ঠেলে;
একপেট ক্ষুধা নিয়ে ঠিক সেইদিন
ওইখানে এসেছিল অচেনা মানুষ এক
কেউ তারে ডাক দিয়ে বলেনি আপন
অনেক তাড়না শেষে জলমগ্ন হলে
তারপর বহুদিন গত হয়ে যায়।
উজানের দিন এলে আবার প্লাবন;
অচেনা আরেকজন করে আগমন
সেদিন আবার ভাসে লাশের মিছিল
আহা আহা! বলে উঠে;বাহারি ভাষণ
-নানান কারণ আছে অবহেলা বেশি
পীরানে পীরের বেশে জলপতি আসে
তোমরা দাওনি মান,করো নাই খুশি!
বহুরূপী আসাযাওয়ার নিছক রটনা রটে
কোথাকার অচেনাজীবন নিতে আসে শব!
এইসব আজগুবিকথা! মিছেই শুধাও?
--=©=<><[[|||[[©]]|||]]><>=©=--
প্রেক্ষাপট :
পদ্মা মেঘনা ডাকাতিয়া নদীর মিলিত
তিন মোহনায় লঞ্চডুবির অহরহ ঘটনা
রাজনৈতিক লঞ্চ মালিক এবং স্থানীয়দের রটনা
____________________