♥ .....
পৃথিবীর পথে আজ কৃষ্ণ যে-ই বরফ,
ছড়িয়ে পড়েছে আমার রক্তের অধিক!
হলাহলে জড়িয়েছে জীয়ন প্রতীক;
একমুখী স্বস্তিকা চলাচল,
গড়েছে মগ্নপ্রাসাদ একসারি নগ্ন নগর
- বিপন্ন অনুকূলে নি-মোহর চিঠি |
পাঁচশো বছর ধরে বিনাশ পাথর কেটে,
ছাড়াতে পারিনি নিশাচর দিঠি!
রাতচরা বাদুড়ের খামচানো নখর;
বিষাক্ত জিহ্বা শুধু ধীরবিষ নিয়েছে চেটে,
গেঁথে থাকা মর্মমূলে নিষিদ্ধ স্বপ্নবাস
- দরবারি জলসায় সুখলোভী মহফিল |
এই-যে অনাহুত কালের কলস,
অনাদরে মরে যাওয়া কাঁখের সুবর্ণ চাম!
আধোঘুমে বেঁচে থাকা নিথরপ্রাণা;
এখন যে শীতদিন চোখ বেয়ে ঘুম আসা,
নিশ্চিত আয়োজিত ফলাফল
- চোখবোঁজা মৌনতার হিমালয় ডানা |
পাখিরা ফিরে গেলে নীড় ভালোবাসা,
উত্তর দক্ষিণ পথে সরে যাওয়া প্রেমে!
নীলাকাশ হতে চেয়ে নিহত হৃদয়;
ফিরতি পথ ধরে সানন্দার ঘরে,
নিখোঁজ মানসীকুল কেহই আসেনি ফিরে
- কেঁদেছে যুগল ময়ুর নিঝুম বনঝাড়ে |
কথা ছিলো ভাঙবোই দৃশ্য নীরবতা,
কখনো থামিনি তাই পূরবী নদীর পাড়ে!
প্রাণের গৃহখানি ভরেছি আকাশীলতায়;
শ্বেতপুরী বানিয়েছি মৃত চাপা দিয়ে,
একলা বিবশ ঋতুর একপেশে হিমে
- খানিক বেড়েছে মৃদু পক্ষাঘাত ব্যথা |
এইখানে ঘাত সয়ে পাঁচশো বছর আরও,
কেটেছে হাজার ধাপে আয়ুরেখা সাল!
নামিয়েছি ঝর্ণা বিরল সন্ধ্যা নদীর বুকে;
বেঁধে গেছি সময়ের মিঠে সুরতাল,
নষ্ট কোরো না কেউ বিষণ্ণ বসন্ত শুঁকে
- বর্ণালী বন্ধন সাধে গড়েছি যে নন্দন ||
-<>==||-© আগুন নদী ©-||==<>-