🕶️.......
ঘুমশহরের ওপার হতে;
শুনতে পেলাম কাতর স্বরের ডাক,
পারুল নদীর ঢেউয়ের কণ্ঠ ফুঁড়ে
- তখনো ফুঁসতে থাকা জোয়ার জবান,
সময় আছে বাঁচাও আমায়,
নিজেও বাঁচো ফুলের বাঁচার মতো!
জারুলতলার মুগ্ধ ঘাটে আসো,
মিষ্টি শ্রাবণ হয়ে ভুবনজয়ী হাসো ....
জৈবনি তাল গুনতে থাকা মত্ত আমি;
সুরহীনতার অসুর জানোয়ার,
শ্রবণ করা দূরের কথা চেয়েও দেখিনি!
চৈত্রচেতন হাহাকারের রুগ্ন ঘোড়া
- অবচেতন বিকার গাধায় চেপে,
ঘুরতে গেছি সুদূর কবরখানার মোড়ে!
ফিরে আসার সময়টুকু হয়নি চেনাজানা;
ততদিনে মরা নদী হারিয়ে গেছে বাঁক,
ঘাটেরখেয়া তটের সুবাস শেষপারানি কড়ি
- ছিন্ন আবেশ টানা দৈন্য বেশের ঘানি |
নাকাল হয়ে খুঁজি মগ্ন সুখের আতর;
মাখতে হবে গন্ধ ঘামের গতর,
গোবরডাঙার এঁদো পাঁকে
জড়িয়ে গেছে জড় পায়ের পাতা!
ঘড়ার মাপে কলসি ভরা জল,
জমিয়ে রাখি বখিল ঘরে ওইটুকু সম্বল!
- ঢাকতে গিয়ে মন্দ কাদা দ্বন্ধ সমল,
পালিয়ে যাবার হাজার ছুতোনাতা .....
হাতের মুঠোয় ভর্তি হলে রাত্রিলীলা;
স্বপন গেলাস ভেঙে ফেলি ঠোঁটের চাপে,
রক্তস্রোতের প্রবল মুখে বুকটি চেপে ধরি!
বুঝতে থাকি তুমুল মিথ্যা লড়াই,
তলিয়ে যাবার পথে যখন নষ্টসাধন ছাতা
- উপায়বিহীন ভিজতে হবে,
নাক জাগানো সময় কোথায় আবার!
ইতর হৃদয় কষ্ট সাগর ভেতর ভেতর,
অন্ধবধির হয়ে ডুবে যেতেই হয়
- অন্য স্রোতে মিশে ভিন্নরকম মরি ||
__________________
|||||||||..||| © আগুন নদী © |||||||||||..|||