-➤🔵∞∞∞⚪||||✪◑✪|||⚪∞∞∞🔵➤-


অল্প কিছু গল্প আছে; খুব সুখে মাখামাখি!
     জমিয়ে রাখার শখে করছিনা নষ্ট;
     সফল কথার ডালা পেয়ে হবে তুষ্ট
    নিশ্চিত জেনেছি ঠিক, অনুভব প্রাপ্তি  
        -অমলিন কথা আমারই থাক,
       ব্যথাহীন ভূতি আলোকের বাক।
শোনাতে চাইনা বলে; যত্ব করে তুলে রাখি!
    স্বস্তির সাজানো থালা প্রাণভরা তৃপ্তি
         তরু চড়া কল্পগরু কিছু নয়
          -মধুর ঘড়ায় মাধুর্যর জয়;
     একেবারেই নিখাদ, একদম স্পষ্ট
        নিখুঁত গড়ন তাই অবয়বে পুষ্ট |  

অনেক কবিতা আছে; আড়ালে প্রকাশহীন!
   একরত্তি ভুল নেই, লেখালেখি তাতে
    পড়লেই নিঁদ হারা দুই আঁখিপাতে
   রেখেছি নিজের করে গভীরে প্রোথিত
    -কাউকে দেখাবো ভাবিনি এখনো
      সত্যব্রত এসে পড়বে কখনো!        
অধিক নিগূঢ় আঁচে;কোনোকালে কষ্টহীন
    লিখিত সফল বাণী নিবিড় উত্থিত,
    ভালোবাসা মিশে থাকা পথ ধরে
     -মূল লিপি পড়ো,মরণের পরে!  
    কোনোদিন শ্রাবণের জলঝরা রাতে
    নয়তো পূর্ণিমা দেখে পরদিন প্রাতে ||

➤➤🔘🔘🔘🔘||||©||||🔘🔘🔘🔘➤➤