তবুও প্রশান্তি খুঁজি ফিরে এসে পুনরায়
অবসাদ ঝেড়ে ফেলি সুনিপুণ;
আমাকে আসতে হয়
- বারবার।
পশ্চিমের পাহাড়টা মাড়িয়ে যেতেই হয়
আর কোনো বিকল্প রাস্তা নেই
অনিচ্ছুক পদক্ষেপ
- এড়াবার।
ইদানীং মানুষেরা এসেছে বেশি
বেড়েছে বসতির আধিক্য কোলাহলময়
কমেনি ক্রন্দনরোল!
ক্ষয়িষ্ণু চাঁদের আলো ম্লান হলে
পাড়ি দিই আমি।
তখন ঘুমকাতুরে 'ডিলান' প্রায় অর্ধমৃত;
রাতের আঁধারে আমার ততো ভয় নেই
যতো ভয় ঐ আধবুড়ো মানুষটায়।
আমাকে পৌঁছাতে হয়
কারণ আমাকে না পৌঁছুলেই নয়
ভোর আসবার আগে হাসিমাখা
এক ঝলক খুশির নহর
- দেখবার।
পূবের পাহাড়ে আমার নিবাস
ত্রাণশিবিরে বোঝাই ত্রাণ
বরাদ্দ কমবেশি করার আমি কেউ নই
চাপা পড়ে যায় হাজার দীর্ঘশ্বাস
তালিকা বহির্ভূত বলেই পরিত্রাণ!
দিনমান আমি ঘামের নুন জমাই
রাত এলে সঞ্চয় গুনি
আঁধার থাকতে ছুটে যেতে চাই
কী আর দিতে পারি?
আধপেটা পরীদের গল্প শুনি ||
---- --- ---- ©