★★★
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

এখানে নেমেছে ঘোর;
ঝঞ্ঝাবায়ের সাথে অলঙ্ঘ্য দিনরাত,
কী নাম দেবো এই অস্পষ্ট শোরের
- পুষ্ট খুনের ঘায়ে পষ্ট যেই অপঘাত!
তবে কি নিশ্চিত দুর্লঙ্ঘ্য এ যাত্রায়,
সুষ্ঠ পেলব সুখ হারানো কোমল নহর!
ক্রমশ জড়ানো জালে সমল ঘেরের,
উড়িয়ে দেয়া আলো সুগন্ধি সুগম ভোর |

দুষ্ট অভিলাষে পোড়া;
বিনষ্ট সময় রেখায় আঁকা শেষবিন্দু,
ঝুলে থাকা কষ্টের ভুলের সিন্ধু পাড়ে
- টুপটাপ ঝরে পড়া ধন্ধের উৎপাত!
উত্তাপ খুঁজে মরা চিৎপাত মাত্রায়,
স্থির হয়ে গেছে খরা চিরচৈত্রের প্রহর!
অন্ধ গোঁয়ার ভূমে পাবন্দ ডিম পেড়ে,
বন্ধ্যাবিলাসে চুমে নন্দের আগাগোড়া |

এখানে নিরাশা গড়া;
রন্ধ্রে ঢুকে পড়া বিবর্ণের বসবাস,
নির্জীব চলাচলে নিষ্প্রাণ প্রয়াসে পথ
- চৌদিক বাড়ানো বেড় ম্লান কালোহাত!
কোথাও সন্তাপ নেই পাপ অভিযাত্রায়,
একাকার হয়ে গেছে গেরাম শহর!
কোথাও সজীব নেই সুপথ শপথ,
এ দেখি রাজত্ব এক দাসত্বের মোড়া ||

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
©আগুন নদী© ০২ ০২ ২০২০......