--∞∞∞∞∞∞∞✪∞∞∞∞∞∞--

গ্রহণ কালে আঁধার ঠেলে
আশায় তাকিয়ে রয় ঘাসের জমিন
মধুপের গান ভাসে পূবালীর বায়
শ্রাবণপূর্ণিমা এলে হাসে জোনাকি
- চান্নিপসর রাত ছড়ায় ঘ্রাণ
একঝাঁক রাতচরা শুধুই উড়ে;
ঘুমহারা বুনোটিয়া পাখা দেয় মেলে
বাবলা গাছের কাঁটা বিঁধে যায়!

প্রহর বুড়িয়ে গেলে -
নেচে ওঠে অসহায় নীল কাচপোকা  
মায়া ছেড়ে চলে যায় গঙ্গাফড়িং
রকমারি রঙ পায় ঘাসফুল থোকা
তাতেই শুয়ে থাকে সাদা প্রজাপতি
নরোম রোদের কোলে বিছায় শরীর  
-ঝরাপাতা মরা ফুলে বাড়ে দুর্গতি
হেলার ধুলা জমে শিরীষের পাতায়!

রোদজাগা ভোর আসে-
ঘোরলাগা সবখানে মনমরা সুখ
টলটলে শিশিরকণার মতো  
- ক্ষণিকের ভালোলাগা হায়!        
অনিচ্ছায় জমে যায় নরম ঘাসে
বিচ্যুত হতে বেশি লাগেনা সময়  
স্বপ্নঘুড়ির সুতো; দ্রুত ছিঁড়ে যায়
শতচ্ছিন্ন ঝুলে থাকে অশোক শাখায়!

-➤➤=====©=====➤➤-