--===[[[|||♠]]]|||===--
রাণীয়ার বিল ঘেঁষে নতুন সড়ক
দিনরাত ছুটে চলা গাড়ির বহর
সাঁতারের দিনগুলি; স্মৃতির অতলে আজ
প্রশান্তির আঙিনায় লেগেছে মড়ক
খরতাপে মধুমাসে শান্তির নহর
কতদিন দেখিনাই; শাপলা শালুক সাজ।
গাঁয়ের রাখাল ছিল বাঁশিতেই প্রাণ
পানসি নায়ের মাঝি মরে গেছে কবে
মহিষের বাথানেতে; হাঁড়িপাতা নোনা দই
হাওয়ায় ভেসে আসা জলজাত ঘ্রাণ
যদুমধু রামশ্যাম মিলিতাম সবে
কবিগান শুনিতাম; পালাগানে সেজে সই।
গতির শকট দিন প্রচণ্ড বিকট
কৃষকের হাসি নিয়ে বেনিয়া পালায়
খলসে পুঁটির স্বাদ; কেড়েছে আড়তদার
মাটির গন্ধ ভুলেই শহর নিকট
সীসাময় বাতাসের উপর তলায়
ফিরে চাই ফিরে যাই; ফিরিয়ো সমঝদার।
--===[[[|||©|||]]]===--