কবিতার আসরের জন্য প্রচারঃ
কবিতা এবং কবিতা সংশ্লিষ্ট আসর যদি কবিও পাঠকের জন্য উন্মুক্ত হয়ে থাকে,
তবে সেখানে প্রকাশিত লেখাসমূহ কিভাবে ব্যক্তিগত হয়!
তা কোনো উদার মানসিকতার বোধগম্য নয়।
যাইহোক - অল্প জানাশোনার বহর থেকে আজও একটি ব্যক্তিগত মনের ভাব প্রকাশক আলোচনা নিয়ে হাজির হলাম -

সময়ের খ্যাতিমান এবং অন্যতম কবি, ঔপন্যাসিক - অসীম সাহা। রাষ্ট্রীয় পুরষ্কার সহ বিভিন্ন পুরষ্কার প্রাপ্ত এই সাহসী কলম যোদ্ধা -
শুধু একজন প্রিয় কবি নন,একজন প্রিয় মানুষও তিনি।
কবিতা এবং সাহিত্যকর্মের বিভিন্ন শাখায় তার সঙ্গে আলাপচারিতায় যে কোনো সাহিত্যানুরাগী মাত্রই মোহিত হবেন।
নীচের কবিতাটি ২০১৭ইং সালের ২১ মার্চে রচিত।
প্রেক্ষিত এবং প্রেক্ষাপট যাই হোক না কেন (স্বকীয়তায় অনন্য)
কতটুকু সত্যবাদী আর মেরুদণ্ড সোজা হলে এমন কবিতা লিখা যায়!
রচিত প্রেক্ষাপট এবং সময়ের সাক্ষী হিসেবে স্মৃতির পাতায় রেখে দিয়েছি অনেকদিন...
এই কবির এইরকম প্রতিবাদী আরো কিছু সমসাময়িক কবিতা আছে। অনুসন্ধিৎসু পাঠক অনেকেই পড়েছেন এবং পড়ে দেখবেন আশা করি।
আমার টাইমলাইনে সংগৃহীত
'কাব্য ব্যবসা' নামক আরো একটি কবিতা প্রকাশ করবো অন্য একদিন।

কবির সাথে সম্প্রতি এক আলাপচারিতায়
সেই স্মৃতি পুনরুজ্জীবিত হলো।
কবিতাটি - রচয়িতা কবির স্বহস্তে প্রেরিত বিধায় এই পাতা থেকেই কপি পেস্ট করা উত্তম হবে বলে মনে করি।

বাংলা কবিতার আসরে, খ্যাতিমান কবিদের কবিতা নামক,
কবি অসীম সাহার পাতায় এই কবিতাটিও যোগ করা হোক।

রচয়িতা কবির অনুমতি আছে।
আরো কী চাই!

★★
ব্যক্তিগত প্রচারঃ
সকল শ্রেণির কবিও কবিতার পাঠকদের কাছে এই কবিতাটির
স্বতঃস্ফূর্ত পাঠ প্রতিক্রিয়া জানতে চাই।


_____________
কবি নামের চামচা
- অসীম সাহা

কবি নামের চামচা আছে
গলায় তাদের গামছা আছে
কবি আছে নানান রকমফের;
আমলা দেখে হাত কচলায়
তেল মারে আর মাছ খচলায়
দুই আনাতে কবি বিকোয় ঢের!
অকবিদের কবি বানায়
তাদের কি আর কবি মানায়?
দামড়া কিছু কবি আছে
তাদের বুকে ছবি আছে
বলতে পারো সে-সব ছবি কাদের?
গুলশানেতে বাড়ি আছে
সাপ্লাইয়ের নারী আছে
হরেকরকম মুখোশ আছে যাদের।
টাকার জোরে, মামার জোরে
দেশ-বিদেশে তারাই ঘোরে
উৎসবেতে তারাই যে হয় গণ্য;
কবিতা আর শিল্প তো নয়
ক্রমশ তা হচ্ছে যে ক্ষয়
কবি নামের অকবিদের জন্য!

২১. ০৩. ২০১৭