--------- 🔵⭕🔵 ----------
ভেবে নিন আমাদের মতামত এক
আপনি আমি এবং সে;
হতে পারি হাতেগোনা সংখ্যায় কম
আপাতত এতটুকু নির্ভার থাকা
অযথা আর বেশি দলভারী করা নয়
পিছনে আসবে আসুক অনেকে;
তাকাবার কোথায় সময়!
চলুন সামনে হাঁটি আরেকটু খানিক
চেতনার স্বর বেয়ে সফলতা এলে
শ্রান্তির আয়েশে থেমে,একতার দম।
চতুর্থ পঞ্চম মিলে দিতে পারে বাধা
এটাই তাদের কাজ এমনি মন্দস্বভাব!
সাথে আরো যোগ দেবে অগণিত শোর
সেইসাথে নেচেকুদে অসংখ্য প্রতিকূল।
সমস্বরে ডেকে ওঠা শত শত বৈরী
- অজস্র সহস্র হয়ে মিছে অপবাদ!
নাকমুখ কুঁচকানো পুঁতিময় পরিবেশে
খেয়াল রাখতে হবে চোখকান খুলে
তাহাদের আবেগের ক্ষতিকর ঘোর!
আমরা বিবেকী হবো ঠিকঠাক তৈরি।
আহারে আহারে,সব গেলো সুর তুলে
চেঁচিয়ে উঠতে পারে দুর্মতি প্রভাব!
সাধনে বাঁধতে হবে বিশাল বাঁধন
মনেরে শক্ত করে রাখা চাই;
প্রয়োজনে উপকারী ভারবাহী গাধা!
সঠিক জানার পথে বীর আগুয়ান।
পিছুকথা মিছেভয় লৌকিক লাজ ভুলে
-নিতে হবে শপথের সুপথ উদ্যম
অনায়াসে এক হতে নিজেদের বলয়ে
অনেকেই এসে যাবে সুবোধে আপোষে।
--=-----<>🔘©🔘<>------=--