⚪⚪
প্রগাঢ় কিন্তু আয়োজনহীন;
এমনটাই হয় কারো বন্ধনজীবন।
আনাড়ি প্রেমিক;
অনাড়ম্বর মেনে বরাবর ভুলে যায়
দিন মাস বছরের ক্ষণগণনা-
তিথিগত অনিদ্রায় ছটফট করলেও
বুঝতে পারেনা আষাঢ়ের শেষরাত!
কানের কাছে মুখ রেখে;
অন্যজন কিন্তু ঠিক ঠিক বলে ওঠে
'আগামীকাল শ্রাবণের প্রথমদিন'
উদাস সত্তা করেনা বিলীন!
ঘুম আসেনা তখন; আকাশ দেখে
মেঘের সাথে চাঁদের কাটাকুটি খেলা
তার নামে কবিতা লেখে...
এই একটিই মাত্র কবিতা হয়,
প্রতিবছরই নিয়মিত-
কবিতার নাম 'শ্রাবণের প্রথমদিন'।
তার সাথে যেতেই হয়;
তার হাতে হাত রেখে হাঁটতেই হয়।
সাগর নদীর কাছে-
পাহাড়িয়া পথ ধরে জুমসীমানায়
কখনো দূরের গ্রামে;আলপথ ধরে
নয়তো খুব চেনা 'জলশহরে'
শর্তবিহীন আসে শ্রাবণের প্রথমদিন।
ঘরে ফেরার কথা!
ভুলে যায় জন্মদিন;বয়সের ভার
সংজ্ঞা পেয়ে যায় আসল প্রেমের।
আসছে শ্রাবণেও -
ভালোবাসার কবিতা লিখবে আবার
শপথ বেঁচে থাকে;শান্তির সাথে
এমনি আসবে ফিরে,প্রথম 'শ্রাবণদিন'।
--🔵🔵--