সাগর ভরা জলের ঢেউ
চমক কোথায় বলো,এইতো নিয়ম নীতি!
ময়লা মলিন নুনে-
বলবে স্বভাব ঢেউয়ের মেলা
এমনি প্রভাব তাতে?
প্রকাশে নিছক দোলা খানিক সময় থিতি
পাবেনা সাধন করে কেউ
কীইবা এমন গূঢ়,বিশেষ কেমন স্বত্ব!
নয় স্বাভাবিক গুণে-
লবন জলের দেহী লীলাখেলা
তাইতো গরব মাতে?
আসলের গভীরতা অজানা অতল
শরীরজুড়ে মাতম বহে -
ভেতর বাহির ভরা,অনেক নিগূঢ় তত্ত্ব।
বেনোজলের মতন নহে
বিপুল স্রোতের সহা, নোনাবহা জল!
মনের সুখের কাছে; স্বাধীন আকাশ নাচে
দুখের গ্রাসে অসুখ ভরা,
অজ্ঞানতার হুতাশ কলসি হয়েই বাজে
গলায় দড়ির মতো,চুপসা ফানুস বাঁচে!
কাঁচের গ্লাসের মাপে-
হাতের কাছে বাঁধন ইচ্ছেমত সাধা!
নিজের মতন প্রাণান্ত আপন
গ্লাস ভরা ওই স্বাদু,সুপেয় জলের মাঝে
সুখের ক্লাসে বিলাপ জরা
ক্লেশের করুণ ধাপে
রীতিমতো নীতিগত অগণিত বাধা
- তবুও মাপন বেতাল কাঁপন।