♣ .......


....... অতঃপর অভ্যাসী দাস;  
শখের রেখা ফাটে ডালিমের চামে,
   সেকি নেশা নামহীন অসুখের কালে
- অবশ্য আবেগে ভাসে সুখের ইতর!  
ঝুমকোলতার বুকে মক্ষিকা মরণ নামে;
   কালস্রোতে রোদহীন বসন্ত ছায়াপথ,
   অশ্রুত তরুশিরা ঘনবিষ রসভারে!
পাতার কিনারে হাসে বেদনা শরীর,
ঝরতি পড়তি বাসে ঘুমন্ত বৈঠক!
ফাঁদ পাতা চাঁদ কভু অবসাদে ঝুলে
- ঝলসানো মহুয়ার কালশিটে ডালে |

..... ততদিনে আনমনে মৃত পণে;
নামের পথিক শিখে বেহায়া শপথ,
    প্রণাম লিখক লিখে চর্বিত ছকগাঁথা
  - রূপরেখা এঁকে দেয় অরূপ ঘটক!
ছায়া বেঁকে জুড়ে নেয় অপঘাতী কল্প;
   আগাম বারিষে নাকি বিরূপ হরিষে,
   পাতকুয়ো ভরে ওঠে ক্ষীণবতী জলে!
শুকনো জমিনে জমে চির মহা ক্ষীর,
ফাটকে আটক যেনো ক্যাবলা পাঠক!
গল্পের মেলা বসে বাবলা কাঁটার বনে
- অল্প খেলায় মাতে হাভাতে শালিক |

...... দিনটানা অযথাই মলিন দিবস;
বোধের দুয়ার ধরে দাঁড়িয়ে থাকা ঠায়,  
   হ্যাবলাকান্ত হাবু নন্দদুলাল বিভু
- সাহসের দেউড়িতে কড়া নাড়ে না!
ভীরু ঠোঁট মুখস্বর কলম আঙুল অবশ;
   সুরমা কাজল নয় চোখে ছানি মাখা,
   আঁজল ভরা কালির মিছেমিছি সায়!
যুগের কলঙ্কবাহী কাপুরষ পাঠ শেষে,
ফটকা খেলার বেশে হারিয়ে ফটক!
খিড়কি খুঁজে যারা দিগম্বর পলায়নে
- ঠক ছাড়া কীবা নাম হতে পারে ঠিক ||

--<>=-©|| আগুন নদী ||©-=<>--