<>>====
সাধ ছিলো বাঁধভাঙা হাসিখুশি প্রাণমন
একেবারে ক্লান্তিহীন শূন্য অবসাদ
- পেয়েছি তেমনি তাই
মধুর ভরতি পথে মুগ্ধ নিখাদ জীবন
আর কোনো সাধ নেই বাকি!
এই কথা বলে শুধু সামনেই যেতে চাই
একা নয় সাহসিক অবিচল থাকি
- নীরব প্রস্থান খুঁজে সরব সুফল পাই।
স্বপ্নের চেয়ে বেশি; প্রত্যাশারও অধিক
সুখের মোড়ক দেয়া কতো সফলতা
-এসব চেয়েছি কবে!
প্রয়োজনে আয়োজনে;প্রাপ্তির পাল্লা ভারী
না চাইতে পেয়ে গেছি সুন্দর সঠিক
হাসিমাখা সুখ যতো,শান্তি সারি সারি
শুদ্ধ যাপনের প্রথা সুস্থ সবলতা!
-এবার যেতেই পারি তবে।
আর কোনো বাধা নেই অবাধ গমন
যথাসাধ্য পাঠিয়েছি শুভ আগে আগে
মেনেছি জানার পথে সবশেষ নাই!
বিচার দিনের রায় যদি পারি উতরাতে
হয়তো বেশিই আরো পেয়ে যাবো ভাগে
আপাত সন্তুষ্ট তাই;শুকরিয়া জানাই
অদৃশ্য অজানা সব, থাকুক তাহার হাতে
- অদৃষ্টের শেষমেশ এমনই তৃপ্তি চাই।
.........===©<>>