★
কবিতার ভাবার্থ এই আলোচনার বিষয়বস্তু নয়;
প্রকাশিত সফলতার মাইলফলক ছোঁয়ার আনন্দিত বহিঃপ্রকাশ।
----------------------------------------------------
ভেবে পুলকিত হই,গর্বে আনন্দিত হই।
একজন কবিতাপ্রেমীর
আন্তরিক ভালোবাসার যে বীজ বপিত হয়েছিল
প্রায় ৯ বছর পূর্বের অনাড়ম্বর এক ক্ষণে -
আজ তা এক বিশাল মহীরুহ হয়ে,অজস্র সৌন্দর্যবর্ধিত শাখা প্রশাখায় বিস্তৃত।
তিনি এই ক্ষেত্র তৈরি করেই ক্ষান্ত হননি!
সার্বিক ব্যবস্থাপনা এবং ক্রমোন্নতির জন্য নিরলস শ্রম এবং মেধার সমন্বয় ঘটিয়েছেন।
সর্বোপরি মানোন্নয়নের অঙ্গীকার নিয়ে প্রতিনিয়ত পাশেই থাকেন।
২০০০০০ (দুই লক্ষ) কবিতার সফল প্রকাশনা.....
এই মাইলফলক হয়তো একদিন ছুঁয়ে যেতে পারে কোটিতম কবিতার দিকে --
কোটি কোটি হৃদয়ের প্রতিধ্বনিত মননের কণ্ঠস্বর হয়ে।
প্রাপ্তির এই বিরাট আনন্দময় ক্ষণে
-- প্রিয় এডমিন কে প্রাণঢালা অভিনন্দন এবং আন্তরিক শ্রদ্ধা জানাই।
কবিতা চর্চাকারীগণের যোগদানে নিত্য প্রাণবন্ত এই আসর;
আমার প্রাণের আসর - আমাদের প্রাণের আসর
আপামর বাংলাভাষীর আসর হোক - 'বাংলা কবিতার আসর'
অনলাইন প্রকাশনার জগতে আজ বাংলা কবিতার এক বিশাল সংগ্রহশালা
এই সমৃদ্ধ আসরের একজন গর্বিত সদস্য হিসেবে নিজেকে ধন্য মনে করি।
বাংলা কবিতা প্রকাশনার সবচেয়ে সহজ সুন্দর অনলাইন সাইট নিঃসন্দেহে এটি।
২০০০০০ (দুই লক্ষ) তম কবিতাটির রচয়িতা অত্যন্ত সৌভাগ্যবান।
★ আসরকবি হিসেবে আমি তাকে বিশেষ অভিনন্দন জানাই।
সম্মানিত কবি 'সআ' ---
---- অত্যন্ত প্রতিশ্রুতিশীল এই কবির সব কবিতাই উচ্চমার্গের।
তার কবিতায় -
পড়ে বুঝতে পারার গতিময়তার সাথে
পাঠকালীন আনন্দের রেশ থেকে যায় ...
তাছাড়াও অপূর্ব সব শব্দবদ্ধ, নতুনত্বে ভরা নিপুণ শব্দবন্ধ,
প্রয়োজনীয় উচ্চতাসম্পন্ন স্বরের তারতম্যের চমৎকার দক্ষতা তো থাকেই।
সর্বোপরি তার অভিজাত উচ্চারণ এবং সবল বক্তব্য আমার খুব ভালো লাগে।
কাব্যবিশারদ বিজ্ঞজন এবং প্রাজ্ঞ পাঠক নিশ্চিত এই অনন্য রসাস্বাদন করবেন।
আধুনিক ঘরানার রূপকাশ্রয়ী আলোচিত কবিতাটিও চমৎকার বিশ্লেষণাত্মক।
https://www.bangla-kobita.com/semon/ah-hin-atoeb-abong/
উল্লেখ্য এই কবিতাটি নিঃসন্দেহে,
এই সমৃদ্ধ আসরের জন্য এক অন্যতম স্মৃতিচিহ্ন হয়ে থাকবে।
এইরকম ধারাবাহিকতায় ৩০০০০০ (তিন লক্ষ) তম
কিংবা অন্যান্য মাইলফলক ছোঁয়া
অন্য কোনো কবিতা প্রকাশিত হবার কালে আমি নাও থাকতে পারি!
এই গৌরবময়তার প্রত্যক্ষকারী হয়ে অত্যন্ত আনন্দিত হলাম।
সম্মানিত এডমিন এর দীর্ঘায়ু লাভ কামনা করি,
এই আসরের অস্তিত্ব থাকুক অনন্তকালের সুবোধপর্ব পর্যন্ত
কবিতা হোক সুন্দরের সাধনার বিষয়
কবিগণ বেঁচে থাকুক কালের উৎকর্ষের ধারাবাহিকতায়
সবাইকে আন্তরিক শুভেচ্ছা......
বাংলাভাষী সকলকে ভালোবাসি।
বাংলা কবিতার আসরের এই মধুর ভালোবাসা ছড়িয়ে পড়ুক আরো অনেকদূর।