♣♣
বিভোর বসন্তের শেষে;
ঢেউয়ের বিলাপ শুনে,
এক কণা চাঁদ ভেঙে গেলে!
বৃষ্টির নাম ধরে, ঝরে পড়ে
একফালি কমজোরি মেঘ |
খসে যাওয়া তারাদের গুনতে গিয়ে;
পষ্ট যায়নি শোনা,
সাগর সঙ্গমে মৃত নদীটির আর্তনাদ!
তখনও হয়নি লেখা;
যুগান্তরের গল্পে গল্পে শীতলতার কাব্য,
দ্রোহের বাতাসে ওড়েনি পাল!
বাতিঘরের আলোর নীচেই ডুবেছে
বিশ্বাসের পাণ্ডুলিপি বোঝাই,
দশ জোড়া বাতনাই সাম্পান ||
ছেঁড়া ছেঁড়া হিমবাহ ছুঁয়ে;
আকাশের সীমানা ভুলে গেছে যারা!
ধুঁকে ধুঁকে মরে;
নিখোঁজ হৃদয় হয়ে,
আত্মা বিকিয়েছে ধীর মানবিক ছায়া |
দলে দলে বহু দলে ভারী
অনুগামী, বহুগামী
আমি ও আমরা মিলে, বিভোল সদলবলে
জ্ঞানের সাগর সেঁচে;
প্রাণের নদীটি বেচে,পাতকুয়ো কেনা হলে!
সেই থেকে ফোটেনি সুবোধ সকাল
বৃষ্টি আসেনি আর;
একাকার গোধূলির এপার ওপার,
মিশে গেছে দীর্ঘ এক অনুতাপী' বিকাল ||
...........©...........
@ Aghunnodhy
__________