. --~~=<>=[[|||🔥|||]]=<>=~~--
খুউব ছোট একটুকরো আলোকণা হতে চাই
হোকনা সামান্য মোমবাতি!
কিংবা জ্বলে উঠা ক্ষীণ দিয়াশলাই কাঠি
সময়ের ভরে এরচে বেশি নেই বৈভব
নিভে যাওয়ার আগপর্যন্ত তাই-
নিশ্চিন্তে ভাবুক কেউ;আমিই নিশ্চিত সাথী
-বিনিময়ে দিয়ে যাবো জ্বলজ্বল অনুভব |
নিয়োজিত দৃঢ় প্রাণপণে;আয়োজিত আলাপনে
জেনে রেখো আমি এক উপকারী বারুদ!
উপযোগী সময়ের প্রতিকোণে আছি বসে
প্রশান্ত অপেক্ষা নিয়ে নিরুদ্বিঘ্ন বাঁচি!
ঘর্ষণের প্রতীক্ষায় এই মুখিয়ে থাকা-
পরশে জ্বালিয়ে দিয়ো প্রয়োজনে এসে
-দেখে নিয়ো ক্ষুদ্রতায় ঠিক কতটুকু নাচি |
ভালোবেসে পুড়ে ছাই হয়ে;জ্বলে যেতে যেতে
জনে জনে পরিচয় শুধু এই হোক
আলোক বিলানো পথে একান্ত স্বজন
আলো দিতে চেয়ে এক বিভাসিত পণ!
দ্বিধাহীন বলে দিয়ো আমি সেই জন-
আলোকিত করে গেছি কিছুক্ষণ
-আলোহীন অভাজনে প্রিয় একান্ত আপন |
অকৃপণ আশাবাদ ছুঁয়ে;দু'হাত বাড়িয়ে রাখি
বাতাসের ভয় ভাসে,কাছে দূরে ওই!
প্রবল দমকা এলে গতিময় তোড়ে
নিয়মের ধারামতে নিভে যেতে পারি!
ক্ষতি নেই নীতি এই;বিধিমত চলে যাবো-
মনে রেখো তবু শুধু ভাসাভাসা
-যতটুকু দিয়ে গেছি মেনে নিয়ো দরকারি |
. -==-------~~©====[[|||||<>-