🔵

কারো
মুখে মধু
বিষে ভরা মন
নষ্ট চিন্তা নিয়ে বাঁচা,
ধ্যান জ্ঞান হীন ওই সব!
ভুলে থাকে দয়ামায়া মানবতা
লৌকিক আচার করে জোরেশোরে
চোখের কাছেই থাকে; আমাদের আশেপাশে!
সচল সমাজে দেখি কতো ঘোরে  
বোধহীনে মেনে নেয়া নীরবতা
সুবোধেরা ভয়ে মরা শব!
কষ্ট ভরা যতো খাঁচা,
দিশেহারা ক্ষণ
দুখে শুধু
আরো  

🔵

তারা
পথহারা
ভাবনার ভুলে
এলোমেলো হায় হায়!
যেনতেন পার পেতে তাই,
ভুলভাল কোনোমতে কাটে দিন  
নিজ জ্ঞানে মতবাদ প্রকাশনা করে    
বিষানো মুরতি আঁকে; কতোরূপ সর্বনাশে!
জ্ঞানহীন তেতো সাধ প্রচারণা ধরে  
তারপরে আরো বেশি দীন হীন  
চারদিকে খোঁজে সুখ নাই,  
অগোছালো রয়ে যায়!
সাধনার কূলে
ব্রত হারা
যারা

🔵