🔵
উপর থেকে নীচে পড়ুন
নীচ থেকে উপরে উল্টো পড়ুন....
একই অর্থ একই ভাব
দ্বিমুখী এই কবিতার স্বভাব!
. উল্টো পথে পাল্টা রথে ©
⚪
মেশা
দুরাশায়
মিছে আশাবাদে
অনেকটা দূরে হেঁটে
অসমান পথেঘাটে পাড়ি
ভাঙ্গাচোরা ধাপগুলো বেয়েবেয়ে!
অধরা থেকেই যায় ভালোবাসা কণা
নিমেষ খানিক ছোঁয়া প্রীতির পরশ মাখা
বিফল হৃদয়ী ঘোরে মৃদু প্রণোদনা
রঙচটা ঝরা ফুলে যায় ছেয়ে!
প্রাণভরা সুখে কাটে আড়ি
সময়ের ঢেউ কেটে
ভুল চাষাবাদে
নিরাশায়
ঘেঁষা
⚪
ফুটে
অবিরত
বিনাশের মায়া
অজানারে জেনে যেতে
অচেনারে বেশি কাছে টানে;
আসল নকলে আরো বাড়ে দ্বন্দ্ব
সফল ফসল চেয়ে বিফল সাধনা!
আড়ালে উড়াল ধরে অজানা রঙিন পাখা
ব্যথার সমূলে চাপে ধাবিত বেদনা
সোনালী সময় খোঁজে মেলা ধন্ধ
বোধোদয় হলে খোঁজে মানে;
সূচনারে ফিরে পেতে
মৃতপ্রায় কায়া
অবারিত
ছুটে
⚪