.--==<|||[[[|<♠>|]]]|||>==--.
চালু হোক ভুল প্রথা!
সহৃদয় লেনাদেনা সব মিটে যাক
ঘুচে যাক গত মনোব্যথা
শ্রমের ঘামের মেধা আমারই থাক!
আগল লাগিয়ে বাঁচি নিজেরই মতো
মনগড়া যেনতেন!
চারদিক ভরে যাক পচাগলা যতো
মালিশ লাগাতে যাবো কেনো?
বৃথাতর্কে পণ্ডশ্রম বাড়ে শুধু ক্ষত
বিবেকের সাথে যুঝে
সাধনায় মেতে থাকা আপনায় রত
তারচেয়ে ভালো চোখ বুজে!
প্রণামে সুনামে আহা মুখরিত হবো
গেয়ে গেয়ে স্তুতিগান!
অনায়াসে দিনগত ধ্বজাধারী রবো
দলে ভারি ফলিত স্লোগান।
এইরূপ ভাবনার জয়জয়কার!
বহুরূপ ভাবে নাচে
বানভাসি যাতনার চাপা হাহাকার
কমবেশি চারপাশে আছে
অভিধান ঘুমে থাক সাহসী স্বনন
এইভাবে ক্ষয় তালে
ঘুমঘোরে মরে গেলে পিয়াসী মনন!
নিশ্চিত নিষ্ফলা হবো কালে।
.--==<|||[[[|<©>|]]]|||>==--.