♦♦.................
অসীম নিস্তব্ধ ক্ষণে; মোড়ানো অনেকদিন
প্রগাঢ় আঁধার জালে জড়ানো আবেগজাত
অরণ্যচরের মতো উদাসীন বহুদিন
নিষ্ফল তরুর তলে,তন্দ্রাচ্ছন্ন কাটে রাত!
হৃদয়ের দ্বার রাখে বন্ধ
-নিদয়ের চোখ যেন অন্ধ
বোধহীন বেঁচে থাকে,এক কোলাহলহীন!
সবাক পাখির গানে; সবুজ পাতারা জাগে
ভ্রান্তির বিবেক বুঝে হারানো দিনের ভুল!
অবাক বিস্ময় নয় বসন্ত দিনের রাগে
চারদিক ভরে ওঠে, কতো রঙা শত ফুল
ধীরে ধীরে বহে মৃদুমন্দ
-ঘিরে ধরে মউমাখা গন্ধ
আনন্দ ত্রিতাল বেজে,মনমরা মনে লাগে।
নিবিড় সংসার টানে,গলা ছেড়ে গান গায়!
সমাগম ফিরে পেতে বেড়ে যায় মনোবল
উচাটন হৃদয়েতে নবেতর সুর চায়
তখন সময়গত বেজে ওঠে বিউগল!
সুরহীন তাল লয় ছন্দ
-মনোবীণে কাড়াকাড়ি দ্বন্দ্ব!
আবার পেছন পানে,কোলাহল ছেড়ে যায়।
..........©...................♥♥