--∞∞∞⚪⚫⚪⚫🔵⚫⚪⚫➤➤



দখিনের দরজায়;
চুপচাপ বসে থাকি কোলাহলহীন
সুবর্ণ লণ্ঠন এক, জ্বেলে রাখি রোজ!
সোনালি আলোর ভরে; শিখার নাচন দেখে
পুরানো প্রশান্ত ক্ষণ গেঁথে রাখি মনে
    - নতুন আকাশপথে তাকাই সহজ |

পশ্চিমের জানালায়;
গোধূলির শেষরঙা ছায়া অমলিন
অনিষ্ট আলেয়া তলে,সহাস্য সরোজ!
রূপালি ঝলক হতে; প্রাণের সুবাস মেখে  
বিনষ্ট স্বপন যতো, ছুঁড়ে ফেলে দিই
- পেয়ে যাই মায়াবতী জোছনার খোঁজ |

উত্তরের হাওয়ায়;
অজানার কোল হতে মিষ্টি ঘ্রাণ আসে  
সাদামেঘ পার হয়ে আরো বহুদূরে!
যেখানে জলের কণা; জলীয় বিষণ্ণ রেখা
সেখানে পাঠিয়ে দিই,বেদনার নীল
- অভিজাত বেঁচে থাকি পারিজাত সুরে |

পূবালের মৃদু বায়;
নবেতর আশা জাগে অনুরাগ ভাসে
দীঘল বিষাদ কূপে মরীচিকা ঘুরে!
ধীরলয়ে পড়ে নিই;প্রসন্ন মহিমা লেখা    
গভীর বিশ্বাসে জমে অনুভব মণি  
    - সমুদ্র সুনীল হই, নিজ অন্তঃপুরে ||

-----🔘⚪⚪⭕©⭕⚪⚪🔘------