√√√.......
এই আমি সে-ই আমি;
দাঁড় টানা রাঁড় কাক শকুনের ছা,
যারে কেহ ঠিকঠাক চিনে না!
আউলিয়া বৈষ্ণব মিলতালে নামী;
আমি শুধু সব চিনি শবসুর জানি,
খানদানি বেতালের বোলচাল মানি |
নকলের ধকলের অজ্ঞানী পুচ্ছে,
ডাঙায় ঠেলে তুলি দিকপাল তরণী
- উঁচুনীচু কোনোকিছু পিছু চাই না ||
শঙ্কিত শব্দের বারো তেরো গুচ্ছে;
অঙ্কিত কথা বলি কবিতায় গল্পে,
কিনে নেয় গাধামতি বিনে পয়সায়!
দাসত্বের লাস্যে চিনচিন ভাষ্যে;
ফেরতের থলি ভরি পাঁচ পোয়া সের,
হাততালি ভিক্ষার তাচ্ছিল্য তুচ্ছে |
মিনমিনে ঘণ্ট ঘিনঘিন কণ্ঠের,
বন্য স্বপ্নে ভাসি ইরাবতী কল্পে
- জঘন্য পোষ্যের ভানুমতী হাস্যে ||
দুধসাদা গল্পে কাদামাখা অনুভবে;
ঘোল ঢেলে দিতে পারা অভ্যাস,
- চর্বিত চর্বনে শাখামৃগ ভৈরব!
ভাষাবিদ ফিতেকৃমি নিদ রসায়নে;
মিথ্যার রাজাসনে কপচানো সত্যে,
আমাকে সঙ্গ দেয় অন্ধ হরিদাস |
ভৃত্য ভেড়ার পাল জুটে যায় নৃত্যে,
মনসুখে পাগলের বৈকল্য বৈভবে
- চিতিয়ে রাখাল বুক গো ধুলি পণে ||
-=====©আগুন নদী©====-