★★★

সাময়িক গল্পের মোড়ে;
স্থায়ী হয় হোক যত ব্রাত্য কল্পের ছায়া,
অযথা খুঁজো না বাঁক, সবাক ছবির ঝাঁক
   অপেক্ষা করো ঠিক আসবেই তেড়ে,  
  - চলমান বাণী সহ শব্দসারস ঠোঁট!
নতুন তল্পিতল্পা নিয়ে পুরাতন মায়া,
কালের কপাট খোলা সনাতন কপট!
- তিতিক্ষা ছেড়ে দেয়া প্রতীক্ষাই থাক,
নিরীক্ষার ফসলের মাঠে সুশিক্ষা লোপাট
সেখানে দাঁড়িয়ে যাক শিক্ষিত দাঁড়কাক |  

মায়াবতী গাধাদের ভিড়ে;
জোড়া বাঁধা ঘোড়াদের আড়মোড়া গুনে,
অমায়িক থেকো হে, উতলার দৌড়ে
- কবিতার নাম দিয়ে গতি কবুতা,
হৃদয় কে বানিয়ে হ্রদ তিতপুঁটি শিকার!
জলটল ঘোলা করে টলমল বেঁচো,
খরা এলে জরা খেয়ো জমাটি বিকার!
দিনরাত এক কোরো ঘিনগীত শুনে,
সময় ললাটে ঝোলা অসময় ফাঁদ পাতা
- পরীক্ষার আয়োজনে বুভুক্ষার ফল,
মাকাল ফাটলে পেকে নাকালে নেচো ||

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°