=== ঃঃঃঃঃঃঃ ===
তোমাদের সাথী হয়ে;গরবের নামে
যাপনের পথে পথে হেঁটেছি খানিক!
কিছু কিছু ভুল ব্রত পরিমাপগত মূলে
জানিনি কোথায় ছিলো রতন মানিক!
সীমানা হয়নি চেনা;অসীমের ধামে
দেখিনি বিমল ছবি,বিধানের গিঁট খুলে।
আকাশের ছায়াতলে;বাতাসের ঘ্রাণে
পালক বিহীন হায়,উড়ে গেছি কতো!
মিটিয়েছি আপনার মনেধরা প্রয়োজন
পেয়েছি চেয়েছি আরো অভাবিত যতো!
কেমন ছিলাম তবে;বিভাসের প্রাণে
সহজাত স্বভাবের,মনোহরা আয়োজন।
সাঁতার কেটেছি রোজ;ডুবে যেতে যেতে
জীবন নদীর জলে,বেভুল গোসল!
ঘুরেফিরে জড়িয়েছি অজানার মায়াবলে
ভেজালের ভিড়ে আর মিলেনি আসল!
প্রতিপদে প্রতিকূল;প্রতিকার পেতে
লড়াই করিনি ঠিক,আঁধারের ছায়াতলে।
আরো বেশি কাছে যেতে;হৃদয়ের টানে
বাহিত সময়স্রোতে,কোনমতে ভেসে
মনেতে রাখোনি তাই টিমটিম আলোকন
আলোহীন এজীবন সাদামাটা শেষে
খুশিমতো ছুটে গেছি;অকারণ পানে
বিদায়বেলায় তবে,বৃথা কেন আলোড়ন।
ভুলে যেতে হবে তাই;ভুলে যেয়ো ঠিক
চলে যেতেযেতে কিছু,দিয়ে যাবো আলো!
অসার আসর ছেড়ে এবার বিদায় নেবো
মানিনি নিঠুর কালো অনায়াস ভালো!
তোমরা ছেড়োনা হাল;পেয়ে যাবে দিক
বিদেহী হৃদয় হতে,দুরন্ত প্রেরণা দেবো।
-=✪✪✪✪✪✪©✪©✪✪✪✪✪=-