★★★★
______________

কলা সমেত হাত বাড়িয়ে দাঁড়াই;
উদরপূর্তির শৈল্পিক অংশে লেজ নাড়াই,  
রুচিবর্ধক কচিকাঁচা ফুর্তি বাড়াই,
...... না - না - না!
সমবেত কণ্ঠের তারস্বরে চেঁচামেচি |
ডালপালা লতাপাতা মনোলোভা বিচালি
    কিছুই খাবে না 'অজমতি' ওরা!
ওদের তবে আসলে কী চাই,
আয়না বায়না গয়না কিছুই নয়!
মনগড়া খুশির সেয়ানা আতিশয্যে -
ছ্যাবড়া দানা খুঁটতে পটু হামবড়া ছানা ||  

প্রগলভা মস্তিষ্কের ভাঁজে মামুলি যারা;
   প্রলোভনের শুষ্ক হাততালি খোঁজে,
   আহা নির্বোধের বিশুষ্ক হৃদয় খালি!
যতই মায়া লাগাই অবোধ পশুদলে,
   ভালোবাসার ছায়া জাগাই
- খাবে-ই না ভালো কিছু মনোহরা |
হাটে-বাজারে যাবে সস্তায় বিকোবে;  
গলায় বাঁধা পুরনো ঘণ্টা নাড়িয়ে,
ঝরাপাতা ছেঁড়া কাগজ জীর্ণ যা-তা
...... কিছু চুষবে কিছু চিবোবে!
     মগজের খাঁজে জাবর জমিয়ে,
ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করবে সৃষ্ট মাড়াই ||  

প্রত্যাখানের ইশারা বুঝে না বলেই,
ইচ্ছের আখ্যানে ঝুলিয়ে রাখি
- গাড়ল প্রজন্মের কিছু ছাগশিশু!
  নিরীহ নিম্নবর্গের অতিসাধারণ পশু,
গোরোচনায় ও হবে না ব্যামো সারাই!
.... জন্ম সৌন্দর্যের মাধুর্যহীন ঘরে;
উপযুক্ত উপযোগির যথেষ্ট প্ররোচনা,
কর্মযজ্ঞের আসনে অলংকৃত হনুমান |
পরোয়া করি না;বেপরোয়া ওসব,
শুধু ভাবতে লজ্জা হয় মুখস্থ গরু রচনা!
   নিহিত বিহিত সবকিছু রহিত করে -
জারি করে দিই উন্মুক্ত ভিক্ষার সরাই!
   চলমান অনুমতির ধীমান ব্যাকরণে,
   সংযুক্ত ক্ষতির অনুমোদিত অনুমান ||

রাজনীতির রাজন কিংবা সৃজন হলে;
নিজগুণে টের পাইয়ে দিতাম বাপু
- কত ধানে হয় কত চালের কণা,
জনরোষ কাকে বলে কতপ্রকার কী কী!
কবি-টবি, কবিতা-টবিতা ছবিচিত্র হলে
..... লিখেই দিতাম কড়া সমালোচনা |  
হাম্বা হাম্বা রব হলেও হতো,
উলম্ব কিংবা প্রতিবিম্ব ধরে নিতাম!
মনকথার গাভীর কুতর্কের নাভি পড়ে,
একঝাঁক দাঁড়কাক হতাশা লিখে দিতাম
- বিলম্বিত আশার প্রতিধ্বনিত ভাষায়,
বীক্ষিত ঘৃতে মাখতাম অগ্নি আলোচনা ||

অসহ্য এই বেয়াড়া কুলের ধারা;
কী আর করা অবাধ্য হাল বিরাজ,
ছাগলে পাল পাগলে তাল আমূল দেখি! ......রক্তে ভরা খচিত সব বেহায়া ক্ষত,
চীৎকার ক্রন্দনে শুনি ধিকৃত আওয়াজ!  
    রচিত ধিক্কার বিকৃত ধ্বনি লয়ে,
    দলিত মাদলে কদলী আত্মহারা |
জারোয়া শিশুটির মতো নুয়ে;
আদিম জঙ্গলে শুয়ে থাকি বুক খুলে,
   মুখটি নাড়িয়ে ঠোঁটটি বাঁকিয়ে -
সকালবিকাল অকাল ভ্যাঁ ভ্যা শিখি!
শুয়োরের গোৎ গোৎ গৎবাঁধা ছাড়িয়ে  
- নিত্যসুখের ভৃত্য গিধড় ছাল তুলে,
শব্দের নৃত্যে ওড়াই গোঁ ধরা স্বনন ||

............©আগুন নদী©..............
______<<<>>>>______