★★★

..... হায় হায় অসহায় গীতিহার  
কবিতিকা ছবি টীকা একি হালফিল!
তাল তেলে ঝোল ঝালে জোড়া মোড়া,  
শব্দের লেজ টেনে জব্দের রাজবোড়া
- অম্বলে কম্বল সম্বলে ভোম্বল,
আম জাম কাঁঠালের আঠালের মিল!
আজ এটা কাল সেটা তালচাটা সরকার
হাম্বলে হাম্বার উলম্ব বোম্বল;
ঘোড়া মড়া মুখে সুখে উল্টানো করতাল
- এক গান পানচুনে মানখুন বারবার |

...... কি হবে কোথায় কবে
এ-সব ভৈরবে লাভ কী ভাব ভেবে!
শৈশব প্রসবের নামজাদা ভাস্বর,
জোরদার শোর তুলে সুরহারা মৃত্যু
ভৃত্যের আসর কুলে ঝুলঝুলে নৃত্য |

কীসের বিষের সাথে পান্তায় ঘি;
রসের বশের পাতে নেই কোনো দায়,
বাক্যের চাম তুলে ঐক্যের ঝুনঝুনি!
নাম কাম ধাম চায় হনুরাম ভাম খায়
- বলাবলি খলবল দলাদলি নস্যি,
জোরাজুরি টেনেটুনে অক্ষর গুনে গুনে!
কালশিটে লালফিতে বিলেতের শিখে;
আঁকশিতে নকশির নতশির দস্যি,
দাস বাঁশ ঘাস থেকে জাল পাল বুনে
- গোঁজামিল ঘরামির খোঁজ দিই লিখে |

মনগড়া সুন্দর চোখ ছাড়া ছুচন্দর,
জাগাতে অন্দর বাঘা দলভাগা বান্দর!
যাঁতাকলে পিষ্ট কায়ক্লেশে ক্লিষ্ট,
পথ চেয়ে রাতজাগা চিত হয়ে শুয়ে
.... ছাতাপড়া প্রেরণার দশমাথা নুয়ে ||

=<<>---© আগুন নদী ©---<>>=