✒️............

ইশতেহারের পাতা জুড়ে;
দেখি শুধু তোমাদের নাম,
বিপন্ন মুঠি গুলো উঁচু করতেই
গলাটিপে দিতে চাও উজবুক হাত!
কোথাও লিখিনি দাসখত;
হাঁটু গেঁড়ে তখতের পায়ে -
কলঙ্ক পিপাসা নাকি রক্তের দোষে
আমাদের চোখে বাঁধো শ্যামল কাপড়!
ইতিহাসে যতো অবদান -
মুছে দিতে দিতে শেষে;আনাড়ির বেশে
তোমরাই মুছে যাও, সীমানা দেয়ালে
- আমরা বাঁচি বা মরি, গতর পোড়াই |

আমাদের কোথায় কী দায়,
কবেকার কীসের দেনা!
তমসুকে লিখা তবু অসহায় নাম,
স্বীকার করাতে চাও খেয়ালের জোর!
জেগে ওঠা চেতনে বারণ;
হতাহত অকারণে লোহু -
চর্ম চাবুকে কাটো,চিটচিটে কালো পিঠ
ফারাও মোহর ছাপে চেপে দাও বুক!
বীরগাথা কতো অভিযান -
আমরা জ্বেলেছি আলো সমুখ সমর;
মুকুট ভূষণ ভালো, তোমরা পরেছ যতো
- হাড়মাস জ্বেলে পুড়ে পতাকা ওড়াই |

শুনে রাখো জাগলে এবার;
ত্রিকালসিদ্ধ কবি'ই হবো,
লিখে দেবো কালজয়ী কবিতার কথা
স্লোগানে মুখর হবে স্বজাতি আবার!
কেটেকুটে সাফ করে নেবো;
অমঙ্গল ঐরাবতী শুঁড় -
স্বপ্নের স্বদেশে কেন কলহ বিনাশ
ছাপ্পান্ন হাজার পৃষ্ঠা জুড়ে অনন্ত জঙ্গল!
অপমানে নয় অভিমান -
ভাসিয়ে দেবোই দেবো সশব্দের তরী
নিবিড় মমতা মাখা স্বচ্ছ বর্ণমালা
- গভীর সুখের শব্দে সমতা জড়াই ||


(অন্য মাধ্যমে পূর্ব প্রকাশিত, ২০০১)  
........🖊️ @ আগুন নদী ©..........