✨______

তোমার চাহনিতে পৃথিবীর মায়া ...
আবেশিত সুলোচন সানন্দ আভাষ
- আমাকেও ধার দিয়ো অল্প কিছু!
যতদূর চোখ যায় ভালো করে দ্যাখো;  
এতটুকু আলো হোক এক কণা দিয়ে,
আঁধার পথের কোণে ছড়িয়ে রেখো
- আশেপাশে বিনাশী বাধা উঁচুনিচু,
কোথাও বিপথের আনাগোনা ছায়া!
চাইলেই প্রিয়ব্রত হাতে তুলে নিয়ে,
আমাকেও দিতে পারো আনন্দ সুবাস |

সুন্দর তুমি হে লুকিয়ে কোথায় ...
আমাকে একা রেখে কোন পরবাসে!
খানিক রত্ন চাই যত্ন নিবিড়;
তোমার প্রযত্নে লেখা আমার যে নাম,
অযত্নে পড়ে আছি কদাকার হয়ে!  
কিছু আমার নয় সদাচারী সুধা ধাম
- শ্বাশত স্বত্বের যেথা সত্য নীড়;
আমাকে বাঁচিয়ে নাও সুনিত্য প্রথায়,
আরো যারা আধমরা কদাচারী ক্ষয়ে
- শোভিত করে দাও তাপিত নিবাসে |

পূণ্য জীবনচারী ধন্য হে জ্ঞানবান ...
অজ্ঞানে অবহেলা কেন বিনাদোষে!
বিষণ্ণ যেই ঘোরে অযাচিত ঘুম;
দিনে দিনে হয়ে ওঠা নিম অচেতন,
- সুবোধ সুবর্ণ গ্রামে বিবর্ণ দহন!
শস্য সুবাসী মাঠে প্রাণান্ত সচেতন,
ঠেকিয়ে দাও এসে অনাহুত চুম!
দুরন্ত মানুষিয়া তব জীয়নের গান
- দগ্ধ নগরীর বিরোধ বিচূর্ণ গহন,
অনাহুত নিপাতন রোধ করো হেসে ||

________________
||| © আগুন নদী ©.............|||
প্রতি স্তবকে দূর অন্ত্যমিল....
১-৮/ ২-১০/ ৩-৭/ ৪-৬/ ৫-৯/
_________________