__________________

তোমার ঘরের ভেতর নরোম হাওয়া
সেদিনও বইবে দারুণ!
যেদিন ভীষণ ভোরে,
           আমাকে পাবেনা খুঁজে-
ভাঙ্গলে কাঁচের চুড়ি, চেয়ো না হাতে!
বিষন্ন দোয়েল এসে-
ইশারার শিস দিলে, নিয়ো কিছু বুঝে!
~
ভুলে যেয়ো পথ চাওয়া;
সবাক চাহনিজোড়া নানা অজুহাতে-
কিছুই পাবে না খুঁজে পিছু সকরুণ!
নিদ্রার দুপাশ কেটে,
           আমি যে গিয়েছি হেঁটে-
সুশান প্রণয়ের দুয়ার ছেড়ে
- ভুবনমোহন পাড়ে,ভবনদী ছাড়ি!
~
পরাণ পরাগ ছিঁড়ে;
বেহুঁশ হতে হতে মায়াময় ঘোরে,
আমার নামটি ধরে,দিও নাকো আড়ি!
দখিন দুয়ারে আর,
            করবো না করাঘাত-
তপ্ত হৃদয়মাতম বেড়ে গেলে শোরে
- অপেক্ষায় পুড়ে যাবে পূর্ণিমা রাত!
~
জানিনা সে কেমন হবে?
সাগর বুকের কোণ;সজল কাজল,
আকাশী প্রেমেতে গড়া মন প্রাণহরা!
জোছনা ভরাট রবে,
             কামিনীর ছায়া তল?
গত যেই পথহারা দিকহারা-
রসিক চোখের ছায়া আর পাবে না |
~
শুধু জানি;আমাকেই ছাড়া,
আমিময় তুমি তুমি,ভালো রবে না!
তোমার চুলের ঘ্রাণ;
             নিবিড় সে অন্তপ্রাণ-
আমার মতোন করে কেউ পাবে না!
পাখিও ফুলের মতো কতো বুঝাপড়া
- গভীর যত্নে মাখা দরদীয়া সাড়া |
~
তোমার শহরে অঝোরধারায়;
প্রবল সেদিন ঝরবে তুমুল দুখে!
অসার শোকের কালি,
         অপার মুছেই ফেলো-
দুরন্ত ভিজে নিয়ো বিরহসুখে!
আমার বৃষ্টিশখ,ফুরন্ত ধুলোবালি  
- চাইলেও ভিজতে পারবো না ||

==========
© আগুন নদী ©
   মার্চ ২০১৩
বালি,ইন্দোনেশিয়া।
------------------