✒.......


             মুখরিত চারিদিকে
          আমাকে বদলানো হবে,
       তখনো অতোটা হইনি বেহুঁশ!
   তেলে জলে মেশানোর কথার কথা,         কোথাও কেউকেউ মিশিয়েছে তেলতেলে
আমি শুধু জল চিনেছি,মুগ্ধ জলের সারস
   আমাকে বদলাতে সাতঘাট ডুবেছে!
          খুলে দেখো খেরোখাতা,
             জনে জনে নির্জনে
            তেমনি আছি টিকে,
              পুরনো স্বভাবে!
     বোতল বন্দী সুগন্ধি কই ঘৃণায়,
     নাক ডুবিয়ে তবুও আকণ্ঠ পান!
  শীতল চুবিয়ে,উষ্ণলোহিত কৃষ্ণকণায়
অসুখ জড়িয়ে,বিসুখী চাদরে আবৃত সুখ
মত্ত রসেতে উন্মত্ত ষাঁড়,নীরবে হন্তারক!
আঁতুড়ঘরের পৃষ্ঠা খুলেও কিছুই পাবেনা
_মহুয়া বিভোর ইতিহাস ঘেঁটে দেখো_
_খোলস পাল্টানো অলস যুগে যুগে_
বদনাম কিনেছি শুধুই,বদলিয়ে নিজনাম!
সালসা হয়েছি,শুকনো যে লালসার বুকে
সহজ সন্ধি করেছ তাতে,ইচ্ছাগন্ধী সাথী,  
বাসনা ভর্তি,অনঙ্গযাত্রী,আন্ধার দিনরাত্রি!
আর্তি সুষমায় ঢেলেছ অগ্নিকামনার বাণ,
আলগা হয়েছ বলগা হারা,আত্ম প্রতারক
হার মানা হার,হইনি উদার,কোমলপ্রাণা!
তোমরা ততই ঢালতে পেরেছ স্বচ্ছ সমল
জল চেয়েছো        -      জল পেয়েছো,
মলের                -             আভাষ!
খুউ-ব                -           মেনেছো,
বেতাল হাওয়া       -       গায়ে মেখেই
গিলতে থাকা,টলতে থাকা বদ্ধপাগল হে
অতল কোথা,কে নেমেছে কোন অতলে!
নেশার নাচে ঢলেছে যে,একপৃথিবী দাম
গ্রন্থি যাদের সুগন্ধি চায় দুর্গন্ধ বোতলে,
      কিছুই কী পায় উতল ছাড়া!
      আত্ম হারা মাতোয়ারার দল,
      তলানিতে দীর্ঘশ্বাসী তোড়া!
শীতল গীতল ওসব বিষয় শুদ্ধ মানবতার
আমরা শুধু বোতল,তোমরাই ধর্মাবতার?

_______________
© আগুন নদী ©