<>=∞∞∞∞∞∞⊕⊕⊕⊕∞∞∞∞∞=<>
. (একটি সত্যাশ্রয়ী লেখা)
দূরদুনিয়া ঘুরেফিরে ফিরতি পথের পাড়ি
ঠিক মনে নেই দখিনঘাটের সব বাড়ি!
নৌকো হতে নামতে গিয়ে সেদিন;
ছোট্টকালের খেয়াঘাটে,পিছলে পড়ে যাই
কারণ ছিলো বিসর বটের বাহু
অবাক চোখে ডাকছিলো সে আমায়!
কচি হাতের মায়ার কথা
-মনে হয় তার প্রাণেতে হয়নি মলিন।
কোথায় গেছে সেসব;সোনার আলোর দিন
দারুণ দারুণ সখে,উজ্জীবিত মোহ
পড়ছে খেয়াল আমার হাতের রোপণ
রঙিন দুচোখ যাচ্ছে যেনো খুলে
কোমল শীতল ছায়া প্রিয় মহীরুহ।
ঠিক দেখেছি নাকি;ভাবছি গাঢ় স্বপন
সামলে ওঠে সামনে এগোই;
দুনিয়াদারির ব্যথাগুলো যাই ভুলে-
একছুটে তাই জড়িয়ে ধরে শক্ত ঝুরি ছুঁই।
মুগ্ধ স্মৃতির ঝলক হয়ে;সামনে দেখি তুই
হায়রে আমি ভুলেই গেছি নাম!
ভাসাভাসা সেই গোল্লাছুটের ক্ষণ
চোখপলানি খেলতে গিয়ে লুকোচুরি ছল
নীলনয়না দুই জমজবোনের ফাঁকি!
পড়ছে মনে ভরাট স্মৃতির কোণ;
ঝড়ের রাতের সেই,করাল থাবার তোড়
-খেলার সাথীহারা ভাঙা মনোবল।
জানিনা তোর ডানহাঁটুতে এখনও কী দাগ
তুইতো সেদিন কতো সাহস দিয়েছিলি!
আজকে দেখি নীলনয়নে;কালসিটে ফোঁড়
উজল মুখের ছবি হয়েছে কী হাল!
রাজকুমারী গল্প বলা সেই কিশোরী
কীসের আঘাত সয়ে সয়ে,ভগ্নচোয়াল হলি!
তোকে ছোঁয়ার সুখেরবয়স নেই-
বালিকা তোর বয়সদুখের,দু'চার কথাই বল।
=◑◑◑∞∞∞∞©©©∞∞∞∞◑◑◑=