★★★
........ হায়! রসাতল;
জলের কাছে ফুল্ল ফলের করুণ খরা,
তলের নাচে উতল তালের মাপা!
ভাষার নদী আশার গীতল খালে -
ভেসাল জালের বেহাল ছড়াছড়ি;
পিছলিয়ে পা কচলিয়ে দু-হাত,
টানছে দেখি পুঁচকে নাপিত কুঁচকে ধোপা
- কাড়াকাড়ি করছে খ্যাপা জোলা তাঁতি |
তুলছে বিশাল ব্যাঘ্রবিড়াল মার্গ চিতল,
বোয়াল ধরার ফাঁদে চোয়ালমূষিক ছানা!
সাগরকাতল কাঁদে ডাগরশোলের চোখে,
নোনা রুইয়ের ময়ূর রঙ্গা লেজ -
বেরোচ্ছে ভুঁই ভাঙা খালুই ফুঁড়ে,
গঙ্গাপুঁটির লম্বা মাথা করাত করাত দাঁত!
পেরুচ্ছে সব সুঁইয়ের পুচ্ছ ধরে
- সারি সারি আনাড়িজাত গুচ্ছ প্রজাতি ||
..... বানের জলের তোড়ের মতো;
তলানিহীন অতল জুড়ে বেতাল মুগ্ধতা,
রাত্রদিনের অল্প স্রোতে গল্পমাতাল!
রসের ডোবায় বশের নাগর বেহায়াপনা,
নাব্যতাহীন হাঘর পুকুর অসভ্যতা!
যেদিকে চাই যেখানে যাই খরস্রোতা,
উথালপাথাল ভালোলাগার ঢেউ
- আছড়ে পড়া বিধুর ধুলোবালির মাদুর |
তব্দা খেয়ে বসে থাকি জব্দ জবান,
গোবদা গোরু পাবদাখাকি যবন গুনি!
শব্দাবলীর সুপ্ত ভাঁজে ভাঁড়ের আওয়াজ,
বাড়াবাড়ি রপ্তকলার কাটুরকুটুর শুনি!
বর্ণমালার ভাঁড়ার ঘরে চলতি ধুন্ধুমার;
নকল ঘোড়ার বিকল ক্ষুরায় চেপে,
আড়ার উপর আড়াআড়ি খাড়া মড়া
- ছুটছে দেখি বাচ্চা বুড়ো ধেড়ে ইঁদুর ||
.....★★★©আগুন নদী©★★★.....
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°