=====[[[[|||♠|||]]]=====
আগর বনে চন্দনা গেয়েছিল গান
আকুলতা ঝরেছিল মায়াবতী স্বরে
দারুচিনি দ্বীপদেশে বনবাসী প্রাণ
ব্যাকুলিত অভাজন ছিলো ঘুমঘোরে
বেখেয়ালি হৃদয়ের চেয়েছিল সায়
অপলক দুই চোখ খুঁজেছে শশীরে
বিভাজিত দিনরাত আনমনা হায়
বনফুল ঝরে যায় নিশির শিশিরে |
বিভেদের বেড়াজাল ভাঙ্গে পরিশেষে
আভাসিত ক্ষণকাল মিশে লালিমায়
শারদীয় গোল চাঁদ রুপারঙ হাসে
মুছে দেয় অবসাদ ক্ষত কালিমায়
সুবোধ সুরেলা ডাকে বনতল ভাসে
মুক্তির আলোক রেখা জাগে নীলিমায় ||
♥♥ =====©=====