-<<<<>>>>======--------
আকাশের প্রিয়মুখ; দেখেছি অনেকদিন
বাতাসের প্রিয়কণ্ঠ শুনবো কখন?
আবার মনেরমত কথা হবে কবে!
ভেবে ভেবে পার হই পিয়ালের বন
বাড়াবাড়ি সব আড়ি গত অনুভবে
লুকায়িত মাধুরীর গোপনীয় আবাহন!
থেমে থাকা ঠিক নয়, অসার গরবে
এবার শোধের পালা;জমাট গুমোট ঋণ!
স্বপনেতে উড়ে উড়ে; শালবন ছেড়ে যাই
আঁধারের বাধা ছেড়ে আলোকের টানে
মহুয়া বনেতে ওই জমেছে সুমতি!
খবর জানাতে চাই 'সুশান' প্রিয়ার কানে
যেতে হবে বলে গেছে,নীল প্রজাপতি
বিবর্ণ আবিল পথে নেই কোনো মানে
বাতাসী ভরেই হবে গতায়ু কুমতি!
বনের হলুদ পাখি; বলে গেছে ডেকে তাই।
গিয়ে দেখি দাবানল; সুশোভিত ফুল বনে
পালক ঝরার দিনে উড়ালের দুখ!
আগরের প্রিয় ঘ্রাণ, গেছে আহা পুড়ে!
পাতা ঝরা বাতাসেরা লুকিয়েছে মুখ
এলাচের বৃতি সেও দহনেতে জুড়ে!
লবঙ্গলতার তলে আগুনের সুখ
উতলা ভুলের চালে;ফুল ছাঁই উড়ে!
বাতাসের কণ্ঠ বেয়ে, দাহকাল এই মনে।
-----======©>>>>>>>>>>-