..... 🇧🇩 .....
ভাষার চাদর পরে;
নিরাশারা শুয়ে থাকে লাশকাটা ঘরে,
উলঙ্গ শিশুর মতো নিষ্পাপ অবুঝ!
অগণন সময়ের ফুলফোটা দিনে,
সকালমরণ বুকে অকাল বরণ হাসে!
চকচকে তোরণে গোঁজকাঁটা এঁটে,
বিপণন ব্যাকরণে বিপনি বিতান খুলে
- সেখানে আমাকে ডাকে;
চোখবাঁধা চৌকিদার ধাঁধার নিবাসে,
স্বতাড়িত আভরণে ভীরু কাপুরুষ!
গৃহাতুর মার্জারে বাঘা গোঁফ পাকে
- বিতাড়িত করে প্রেম নন্দিত সবুজ |
রূপের সওদা কিনে;
অরূপের হাটে যারা বিরূপেরে মানে,
অপঠিত রেখে দেয় হৃদয়ের পাঠ!
মাধুর্য মগজে ওরা কদর্য স্বরূপ গাঁথে,
সুগঠিত দেহ কাটে নির্দয় ধাঙর!
সমল উৎসবে নাচে ঘৃণিত ধাঙড়,
অসভ্য গন্ধে ভরে বাক্যের আঁচল
- বিনষ্ট বিলাস পেতে;
বেনামি সাগরপথে বদনামি তরী,
বন্দিত বন্দরে ফেলে খণ্ডিত নোঙর!
দিকহারা দিকভুল চাপিয়ে দিতে
- হাঙর দাঁত ভাঙে কুসুমডাঙার ঘাট ||
___________________
<> ©আগুন নদী© ফাল্গুন ১৪২৪<>