♥ ......

হঠাৎ কম্পন এলে বিকট মাত্রা ...
আঁকড়ে রবো যারা অরুণ শপথে!
আঁকা পথগুলো যদি বেঁকে যায় কভু,
যাক তবে পূবের দিকে আরেকটু ঝুঁকে
- বসুধার বুকে যেই আলোর সকাল,  
     ভাগ করে গেঁথে নেবো বুকে।
আগেভাগে দেখা হবে সোনা,
অন্ধকূপের আগে ভালোর হীরককণা!
কুড়িয়ে নেবোই ধোপ নওল স্বপন
- গড়ে দিয়ে নবদলে বিশুদ্ধ বিভু,
জুড়ি বেঁধে ছেড়ে দেবো পৃথিবী পথে
- ছড়িয়ে দেবোই দেবো নৈসর্গে যাত্রা |

শিশুদের একদল শুধু সাথে নিয়ে ....
আমিও চলে যাবো জারোয়া জঙ্গলে!
উড়াবোই সাধনার রঙিন নিশান,
সেইখানে সাগর পাহাড় গহীনের বুকে
- জমলে মুগ্ধ আলোক নন্দিত বহর
   আমরা থেকেও যাবো হাজার বছর।
প্রহরে ফোটাবো সুদূর সুবাসিত ফুল,
তোমাদের সাথে শুধু দেখা হবে না!
আমাদের কথা হবে আকাশের সাথে
- অবগাহ নীল জলে সুনীলের গান,
পথ চেয়ে মরে যাবে আঁধার মঙ্গলে
- আমাদের নাম ধরে জমিনে গড়িয়ে |

নতুন সূর্য চাওয়া কথার যে কথা ....
নিয়মিত ডুবেছিলো পশ্চিমে গতকাল!
কেন তারে প্রতিদিন করো না বরণ
আজও সে ডুবে যাবে নিয়মের চূড়ায়
- সুগম সুগন্ধি নিয়ে বিসরিত তলে
   হেলায় ঠেলে দেয়া অনন্ত সম্বল।
সুপাঠ উচিত ছিলো জীবনের ভোরে,
সুদৃঢ় বাণীর মতো জীবন্ত প্রোজ্জ্বল!
ব্যপ্তির কোথায় ছিলে সুষুপ্তির ঘোরে
- অযত্নে পুড়েছে যে মাহাত্ম্য বরুণ,
নিরন্ত ডেকেছি হায় শোনোনি বৈতাল
- অভিমানে সরে গেছি মহত্ত্বের প্রথা ||  

-<>====<।|||©|||।>====<>-