. -||ΠΠ||- .
__________________
আগাম বারিষা কালে;
অনাহূত ঝড় এলে,
কমজোরি বাতাসের দু কদম চোট
নাচুনে বুড়ির মতো বেতাল জুড়ি!
পূবের লাল আভায় হাসে না আকাশ,
পশ্চিমে ডেকে ওঠে বহুজাতিক ব্যাঙ
- দ্বিগুণ লাফের খুশি মাথায় চড়ে |
প্রজাতি কলহে বাড়ে প্রজাপতি নাশ;
পাতকুয়ো ভরে অসময় ঢলে,
খড়কুটো ভাসে ঘোলাজলে
মিশমিশে রঙে মিশে বৈমাত্রিক ঢঙ!
দম্ভের কর্দম ঘেঁষে নর্দমা ফুঁড়ি,
সদম্ভ যোগদানে বিজাতীয় জোট
- কিলবিলে অবদানে স্বজাতি গড়ে ||
তারপর চীৎকার হল্লা;
সমস্বর ফুঁৎকার পাল্লা,
মাধুরি বাতাসে ফাটে কুম্ভের কান
খানিক জলের গানে উদভ্রান্ত নসীব!
উত্তরে পালায় দিক ভ্রান্তির চোখ,
দক্ষিণে অদক্ষ শোক বেসুরো দমক
- সাথীদের কেউ কেউ ঝাঁপিয়ে পড়ে |
দগ্ধ আলোক পথে ধন্দ বন্ধ সুমুখ;
কারো কারো মনমরা ক্ষণ,
বাকিদের মনগড়া পণ
একদল চুপচাপ নিকণ্ঠ ধমক!
গাদাগাদি শুয়ে থাকা নির্জলা নির্জীব,
হাঁটুতে মাথা গুঁজে অধোমুখী গান
- কেউবা চোখ বুঁজে জীবন্ত নড়বড়ে ||
-<><>- ©আগুন নদী© -<><>-