--∞∞◑◑[[🔵]]◑◑∞∞--
যতটুকু পারি তারচেয়ে বেশি
স্ফীত করে আরো; মেলে দিবো বুক
দীর্ঘশ্বাস ভুলে যেয়ো, বাক্যের উচ্ছ্বাসে
নমনীয় শুদ্ধতার নতুন আবীর মেখে
- দিয়ে যাবো যতিহীন সযত্ন সোহাগ।
পরিযায়ী পালকের রঙ মুছে যাক
- অনুপ্রাস অযত্নের ঘৃণ্য শোক!
বিবর্ণ কথার তালে বিষণ্ণ বেসাতি যতো
ওদের চিনিয়ে দাও; ভাষার মাধুর্য
সুরেলা গলার ছোঁয়া কিছু নিয়ে যাও
যতক্ষন এই প্রাণ; সৌন্দর্য উদ্ভাসে
কূটাভাসে বুঝে নিক,বেনিয়া বেদের দল |
প্রসারিত দুই কাঁধে দাগহীন স্মৃতি
আলিঙ্গন হোক তবে;নন্দন বর্ণের সুখে
তিলক ঝলকে লেখা আলোকের দ্যুতি
এবার গড়বো কিছু নান্দনিক স্বর!
-অভিজাত স্বরে বাঁধা সফেদ সংসার।
বহুমাত্রার শব্দযাত্রায়; সাথী হবে এসো
মাতোয়ারা করে দেবো, রিপুধরা প্রাণ
-শব্দময় লিখে নিয়ো আদৃত আদর!
ভাষার নরম দেহে, হায় রিরংসার ঘ্রাণ
শকুনি লালসা মাখা পচাগলা শব্দ!
এসব ঝলসে দিতে এই ফিরে আসা
বদলে দিয়েই যাবো,আঁধার প্রতীতি ||
--∞∞◑◑◑◑©◑◑◑◑∞∞--