★★★
বস্তাপচা সিনেমার মতো
লবডঙ্কা দেখিয়ে দিই.......
দন্ত চটুলতার চূড়ান্তে ভুঁইফোড় কবি!
হলুদ আশ্রায়ণে শুয়ে শুয়ে,
বলদ বিশ্লেষণী সস্তা লেঙুড় চেপে ধরি |
হাসির বেগের সাথে কাশিরোগ মিলিয়ে,
এঁকে ফেলি লোলচর্মের হাজারি ছবি!
বমনের অতি বেগে রমনের অতিসারে
- থুতুমাখা থুতনিতে জনমের ক্ষত
শ্লোকের হল্লা ছোটাই বাজারি শোকে |
কবিতার 'ব' বাদে ভুলে যাই সব;
গল্পের 'ল' কেটে ধার নিয়ে,
হাঁটতে হোঁচট খেয়ে হাঁটু ভেঙে 'দ'...!
দৌড়ে হয়রান হয়ে বুভুক্ষু শব্দ শ্রমিক,
লজ্জার মাথা খেয়ে আকছার বাঁচি |
শয্যার দুয়ো গান গেয়ে;
হাত পেতে বসে থাকি উৎসবী শব!
বদলের দিনে আমি বলদের গদ্য
- গলদের গলদেশে উৎকট হাঁচি,
বদলাই বলদাই বেশে সংখ্যার ক্রমিক ||
_____©©আগুন নদী <<>==--