--🏐 🏐--


চৌকাঠ ছুঁয়ে থাকে;বিরহের গোলঘর
সেখানে বেদনাবাস জীবনবাসর!
বিধবাবিষাদের মতো-
কিছু কী শুনতে পেলে?
আঁধারে মরেছে কতো-
অজানিত প্রেমময় আশাবাদী ভোর।  


বর্মি সেগুনের আঁশে;
আরাধনা গিয়েছে মিশে
মাথাঠুকে মরে গেছে,বিরল প্রণয়!
এতটুকু দ্যাখোনি তার এককণা দুখ 
অভাজন হায় অভাগা জনম-
কোন সুখে ধরে আছো,মানুষের মুখ
দামহীন জীবনের,বদনাম তোর।


একরোখা ভালো নাকি একচোখা দোষী! 
সেসব কঠিন গল্প,ভুলে যেতে পারো
বুকের ভেতর বাঁধো সুশান মন্তর।
প্রেমের রাজন হতে -    
খাপখোলা তরবারি দরকারি নয়!
হাসিমুখ সুখদুঃখ ষোলআনা খুশি  
ভালোবাসা জানো যদি;পৃথিবীতে বাঁচো 
নাহয় স্বনাম ছাড়ো,পরাজয় মানো
-মসৃণ আবলুস করো পাষাণ অন্তর।


  -<>🔵🔵=©=🔵🔵<>-