♣ .....
পরিভ্রমণের দিনগুলো দর্শনে অমলিন;
দীর্ঘ সূত্রে জড়ানো শীতলতার গল্প,
সর্বসুন্দর পৃথিবীতে আমি এক নগণ্য!
ম্যাপল পাতায় রঙবদলের সময় এলে
- আশ্চর্য সুন্দর দেখতে দেখতে ভাবি,
মুগ্ধতার চূড়ান্তে বিশেষ কিছু নেই!
দ্রাঘিমার তলে কাছে দুরে ঘুরে,
হিসেব মিলিয়ে দেখি বেশি গোলমেলে
- অপূর্ণ থেকে যাওয়া অগণিত পূণ্য |
এতো তীব্র ঠাণ্ডা ভালো লাগে না;
অলিম্পাসের প্রাসাদে একা বসে থাকা,
মাঝেমাঝে ডুবে যাওয়া প্রিয় সংগীতে!
নীরব পর্বত ছুঁয়ে 'লরেল' বনের ঘ্রাণ
- প্রাগ্রসর পৃথিবীর আনন্দ বলয়!
জীবনদোলনায় চড়ে দোদুল দোলে;
কাঁপতে থাকি অজান্তে,
নাতিশীতোষ্ণমণ্ডল আরো কম শীতে
- জুবুথুবু কতো অবহেলিত প্রাণ |
আড়ষ্টতার ভঙ্গি বহুবিচিত্র অঙ্গাঅঙ্গী;
অনগ্রসর আমার জনপদ দূরভূম ছবি,
দীর্ঘ ঘুমের ইতিহাস আশ্রয়ী শরীর!
গা ঝাড়া দিতে শিখবো আর কবে
- সুরেলা গানের কথা লিখবো কখন!
স্বীয় পরিধি মাপতে গিয়ে,
আঁতকে ওঠে হৃদয় গহীনের কবি!
কোথায় স্বপ্নবান সেনানী সূর্য বীর
- কোন কালঘুমে মরে গেছো সবে ||
__________________
|||||||||..||| © আগুন নদী © |||||||||||..||||