-⚪🔳◽◽🔳🔷🔳◽◽⚪-
জ্যৈষ্ঠ মাসেই এসো -
বীজতলা বেশ ঝুরাঝুরা পরিপাটি সাজ
নিরল ধারায় ভিজে আরো খাঁটি
সুপ্ত বীজের মায়ায়; শুদ্ধ ভালোবেসো
বছরজুড়েই থেকো, পাবে হাসি মুখ
বীজবপনের সুখে গত,বারোমাসি দুখ!
তেরো তারিখ সকাল;মনে রেখো প্রিয়
-আলোর আগে জাগতে হবে
স্বপন রোপার দিনে রাশি রাশি সুখ
দুচোখ মেলেই পাবে, নিকানো উঠোন
লতাপাতা চুবিয়ে নিয়ে,গোবর গোলা জলে
-আলপনাতে আঁকবো কতো ছবি!
স্নানের ভেজা কাপড়;রাখতেই হবে গায়ে
তেমনি যাওয়া যেতে, রীতিনীতি বলে
-পূবের দিকে বপন মাঠে!
আনবো অনেকখানি, সরস 'রহিন' মাটি
চরম যতন করে, রাখবো খানিক জমা
ঘরের কোণায় চারিপাশে,তুলসীগাছের তলে।
সফলতার বাধায়;কাটবে সকল বাধ
নতুন হাতেই তবে, দেবো নাহয় এবার
- সাধের 'রোহিন' ফল।
উজল হাতের যশে,সোনার ফসল এলে
-মানবো শুভ, জানবো ধ্রুব!
সার্থকতার পরব হবে, রোহিনী আবাদ।
-⚪ ◽◽🔷◽◽©◽🔷◽◽⚪-
👉 পুনশ্চঃ [ ইচ্ছাবিরুদ্ধ টীকা ]
⚪ 'রহিন' অঞ্চলভিত্তিক একটি কৃষিভিত্তিক উৎসব।
ওই অঞ্চলের কৃষকেরা জ্যৈষ্ঠ মাসের তেরো তারিখে বীচ পুহ্না বা বীজ বপন উপলক্ষে রহিন উৎসব উদযাপন করেন।
তাদের বিশ্বাস - রোহিনী নক্ষত্র সেই দিন পৃথিবীর নিকটবর্তী এসে পড়ায় ঐ দিন বীজ বপন করলে শস্য উৎপাদনে সফলতা আসে এবং কোন বাঁধা থাকে না।
⚪ মূলত ওই উৎসবের রীতিনীতি এবং আনন্দিত আশা ঘিরে এক কৃষাণির গ্রন্থনা।
রূপকার্থে এই কবিতায় বিশেষ দ্ব্যর্থবোধক অর্থ আছে।
🔵 গূঢ় সেই মর্ম সমঝদার পাঠকের জন্য জমা রইলো।
⚪ 'ই' প্রত্যয়ের আধিক্য - নিশ্চিত বিষয় এবং নিশ্চয়তার ক্ষেত্রে অগত্যা প্রয়োগ।