=====================
-<<<>>=-=||||[[©]]||||=-=<<>>>-
:::::::::::::::::::::::::::::::::::::::::::
ক্লান্তিকর পথঘাট ঘুরে; বহুদূর হেঁটে এসে
নিশ্চিন্ত পথিক চায় ঘুমাতে নিশ্চিত!
ধুঁকে ধুঁকে বেলা শেষে এবার সুশান্ত গীত
জ্বলজ্বল অতীতের বুকে অস্তমান রবি;
ঘুমজড়ানো হৃদয় হাসে স্বপনের অবভাসে
একে একে ফুটে উঠে ধূসর ধোঁয়াশা ছবি!
কালিমাখা কারা যেন; চুপিচুপি আসে যায়
স্বঘোষিত বহুরূপী কারসাজি করে!
মসৃণ পথের দেহ খুঁড়ে দেয় গর্তে
সুপেয় জলের স্বচ্ছ মেশায় পঙ্কিল পাঁকে;
অরূপ সময় কালে বিরূপ স্বরূপ ধরে
বোধের সমাধি গড়ে কঠিন আবর্তে
উর্বর ভূমির বুকে; অনুর্বর চিহ্ন আঁকে
- অঘোষিত বহুরূপ গুপ্ত বেদনা বিলায়।
পুড়ে যাওয়া বিবেকে নিঃশেষ শালীন বোধ
পাষাণ হৃদয় দিয়ে ছড়ানো কাঁদন;
ওদের কী দায় নেই জড়াতে পুণ্য বাঁধন!
সময় ছাড়বে নাকি ইতিহাস ভুলে?
মাটিও জলের ঋণ, কবে হবে পরিশোধ!
পথভোলা দেখে নিক বিগতের খত খুলে।
=====================
-<<<>>=-=||||[[©]]||||=-=<<>>>-
:::::::::::::::::::::::::::::::::::::::::::