✒️.......
যখন আঁধার নামে যোগসূত্রহীন;
দীর্ঘলাফ শিখে নেয়, বায়বীয় ছায়া
অনাগত বিষাদের বিউগল সুরে
বিব্রত আগুনে পুড়ে সুব্রত অতীত!
সে কী ঘোর প্রতাপের,
গনগনে একি উত্তাপ!
তবে কী ফিরে যাওয়া ভালো?
আলোহীন চিরনীরবের তলে!
নামধাম লিখে দিতে অনন্ত দেয়ালে
- মেধাহীন মননের সমাপ্তি স্বনন |
যখন রাত্রি কঠিন দীর্ঘশ্বাস ফেলে;
নিশীথ নীহার চুয়া,আকাশের নীরে
তোমরা কী সেইখানে কোনকিছু পেলে
জরিন জোছনা ছোঁয়া বিরল সুবাস!
রূপের কুয়াশা ঘিরে,
অপার যে ধোঁয়াশা ঝরে!
দহনের দাবানলে বিক্ষত হলে;
হতাশায় আধমরা, তোমাদের কেহ?
বিদায় বলবে নাকি 'পৃথিবী হে'
- ভুলে যাবে মানুষিয়া মানসের গুণ |
যখন ঘৃণার সাথে অপবাদ ঢেউ;
তোমার ভেতরে হাসে একজন কেউ
বনজ বিতথ মাখা কটুগন্ধ সাথে,
গ্রহণের ভয়ে ভয়ে কাঁপে প্রাণশাখা!
বাহিরে কান্না হৃদয় ভাঙা,
শোকের কণা কিছু ভাসবে!
মানুষের ছায়া একেবারে সরে গেলে
তবে কি কোথাও থামবে কলহ?
বিদায় আসুক তবে,স্বাগত বীক্ষণ
- সারল্যে জাগবে যদি পাষাণের মন ||
© আগুন নদী ©
.. কার্তিক ১৪২৯ ..