[এই লেখায় গঠনগত ভিন্নতা আছে
নিয়ম ভেঙ্গে নিয়ম গড়ার প্রয়াসে]
           *আসরে প্রথমবার প্রকাশ করলেও
          এই ধারায় লিখছি অনেকদিন যাবত*


||                                    ||
.....................©...............


মেরুন রঙা এক বিবর্তন চলছিল
বিষণ্ণ কালের গায়ে তখনো বৈরাগী চাদর
দেহাবরণে কর্পূরের নীল মেখে
বর্ণচোরার রূপ ধরে
প্রচণ্ড বিবাদকামী
একদল আলোখেকো পতঙ্গ এসে
প্রকাশ্যে হানা দিয়ে গেলে
প্রবালকীটেরা আর বাঁচেনি অতলে!


বেগবান স্রোতের টানে -


শ্যাওলার সবুজাভ রঙ হারালে
সান্ত্বনার দুচার কথা শুনিয়ে দিয়ে
শীতল বিলাসে ঘুমিয়ে যায়
মাথাচাড়া দেয়া মীননয়না সর্বভুক
অলসগতির যতি টানতে চেয়ে
নিশ্চিহ্ন হবার আগে শেষবার
ভিসুভিয়াসে আবার আগুন জ্বলছিল
ভীমরতির অকালে ভেসেছে পরাগি আদর!


....................©.....................
||                                         ||