কাটিয়ে দিলাম এলোমেলো দিন
অলসতায় হেলায় অবস্থা সঙিন
সকালবেলায় আর কাটছিল না ঘোর
ঘুমের চোখে বেহুঁশ বেহুঁশ প্রায়
কলতানে পুষ্পঘ্রাণে বিচিত্র রঙিন
প্রজাপতি পাখনাতে মনোহরা দোল।
অবসাদে হয়নি খোলা দোর
মনের দোষে মানস অবহেলায়
হারিয়ে গেছে সরস, সার্থকতা ভোর
মাধুর্যতা পেয়েছিল গোলাপ জবার কোল।
এসেছে দুপুরবেলা উষ্ণতা কঠিন
ঝলকে হেসেছে রোদ জ্বলন্ত প্রতাপ
অহংবোধে নিজের সাথে করিনি বিরোধ
মূর্খ রয়ে গেলাম - বুদ্ধিজ্ঞান হীন।
কষ্ট ছাড়া নষ্ট হয়ে কেমনে নিরোধ!
রৌদ্রছায়া নিত্য এখন দিচ্ছে অভিশাপ।
বিকেলবেলা আসেনি আর দৃপ্ত মনোবল
খামখেয়ালির বশে নীরস নেশায় চূর
দ্রাক্ষালতায় ফুটেছিল আকাঙ্ক্ষিত ফুল
মধুপ আসাযাওয়া গুঞ্জরণের মাদল
বেখেয়ালি দৃষ্টি ছিলো তাকিয়ে সুদূর
উপহাস্য উপহার হায় সর্বনাশী ভুল।
সাঁঝবেলা আজ দেখি আবছায়া আলো
ভালোমন্দ যাচ্ছে শোনা হাজার রকম শোর
ক্ষয়িত কর্ণকুহর শুনতে পাইনা ভালো
বেসুরো লাগছে সবি হারিয়ে মনেরজোর।
অন্ধ আমার তবে, ঠিক প্রতিদান হলো
ঝাপসা দেখি রঙিন - কিংবা সাদাকালো।
কাটবে কেমন আর, অনাগত দিন?
যেমনতর কেটেছে বিগত বিবেকহীন ||