ভেজাপালক শুকানোর সময় এলে-
বৈরিবাতাস দোলে আকাশে ছড়ায় নিনাদ!
বলাকাছায়া যখন সীমানার কিনারায়
রোদকণা সরে গিয়ে ডানার গন্ধ বাড়ে
তখনো জেগে থাকে বিরহ বিষাদ!
আঁধার ঘনায়ে এলে আবছা পাহাড় ডাকে
সেইখানে চলে যায় উড়ালমরাল
- ঘরহীন তবু কেনো ঘরেফেরা ছল!
জলপাই বনের মাথায় পীতাকাশ ঘিরে
দিগন্তে সারবাঁধা সুখছবি আঁকা;
উড়াল পাখিটি শুধু আবার আসুক ফিরে
-এমন বাসনা ভাসে ফিরতি পথের বাঁকে।
পথচেয়ে বসে থাকা;সত্যি কজন জানে
এর মানে শুধুশুধু দিনগোনা নয়!
আরো বেশি বড়ো কিছু,হৃদয়ের নীলঘরে
-জমাট রক্তের মতো খুব বেশি গাঢ়!
কলাবতী প্রেমপাতা কোমল সবুজ ছোঁয়া
নিত্যনতুন করে আঁচল রাঙানো বেলা
কাছে থাকা অনুভবে পৃথিবীর সবখুশি
সাজানো মুগ্ধ প্রহর অনুতাপহীন!
চাওয়া নয়;পাওয়া নয়,অনুযোগ খেলা
চোখেচোখে থাকা নিয়ে সহজ বিবাদ!
নীরজা বিষাদ নয়;সরোজের আবাদ করে
-আধবোজা চোখে মাখা আদরের আস্বাদ।